কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'বেলাশুরু' (Belashuru)। আর ছবি মুক্তির পরের দিনই সোশ্যাল মিডিয়ায় কাজ চেয়ে অকপট পোস্ট অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee)। রুপোলি পর্দার অভিনেতা কাজ করতে চান ওটিটিতে। আর তাই সোশ্যাল মিডিয়ায় পরিচালকদের উদ্দেশ্য করে পোস্ট করলেন অনিন্দ্য। 


গতকাল অর্থাৎ শনিবার রাতে নিজের প্রোফাইল থেকে পোস্ট করে অনিন্দ্য লেখেন, 'বেলাশুরু বা অন্য কোনও সিনেমায় আমার অভিনয় দেখে যদি কোনও সহৃদয় ডিরেক্টর আমাকে ওটিটির জন্যে ভাবেন তাহলে খুব খুশি হবো। অডিশন ও দেবো । ওটিটি করতে চাই কিন্তু কেউ ভাবেই না আমাকে নিয়ে । আমার তো ইচ্ছে করে বাকিদের মতন ওয়েব সিরিজ করতে । অগত্যা ফেসবুকেই লিখলাম । যদি কোনো ডিরেক্টরের চোখে পড়ে যাই। কাজ চাইতে আমার লজ্জা নেই আর অত বড় আর্টিস্টও আমি হয়ে যায়নি। এবার দেখি আমার ভাগ্য খোলে কিনা।' (অপরিবর্তিত)


আরও পড়ুন: Kanika Kapoor Wedding: 'তোমাকে পেয়ে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ', বিয়ের ছবি পোস্ট করে আবেগঘন কণিকা কপূর


এই ছবির কমেন্টবক্সে মন্তব্য করেন ইন্ডাস্ট্রির অনেকেই। তাঁদেরই একজনের কথার পরিপ্রেক্ষিতে অনিন্দ্য জানান, কমলেশ্বর মুখোপাধ্যায় একমাত্র তাঁকে ওয়েব সিরিজে কাস্ট করার কথা ভেবেছিলেন। প্রস্তাবও দিয়েছিলেন অভিনয় করার। কিন্তু সময়ের সমস্যা হওয়ায় তিনি সেই কাজ করতে পারেননি। পরিচালকের প্রতি সেই পোস্টে কৃতজ্ঞতাও স্বীকার করেছেন অনিন্দ্য। 


সেই পোস্টেই মন্তব্য করেছেন অনিন্দ্যর সহ অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, 'বেলাশুরু-তে তোর আর মনামীর কাজ দেখে আমি সত্যিই চুপ করেছিলাম অনেকক্ষণ।' পাল্টা অনিন্দ্যর জবাব, 'কফি খাই চলো'। 


'বেলাশেষে'-র সাত বছর পর মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্তের নস্ট্যালজিয়া মাখা এই ছবি প্রথম দিনেই ব্যবসার দৌড়ে বেশ অনেকটা এগিয়ে। এই ছবিতে অনিন্দ্য আর মনামীর জুটি জনপ্রিয়তা পেয়েছিল 'বেলাশেষে' থেকেই। নতুন ছবিতে অবশ্যই নতুন মাত্রা পেয়েছে তাঁদের রসায়ন। 


আপাতত, 'গাঁটছড়া' ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ অনিন্দ্য। রাহুল-এর চরিত্র দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে ধারাবাহিক ও রুপোলি পর্দার পাশাপাশি অনিন্দ্য যে ওয়েব সিরিজেও পা রাখতে চান, এদিন সামাজিক মাধ্যমের দেওয়ালে নিজের সেই ইচ্ছার কথাই স্পষ্ট জানালেন তিনি।