কলকাতা: নতুন ছবিতে অনিন্দ্য সেনগুপ্ত ও রোহন ভট্টাচার্য। আসছে নতুন ছবি, 'ব্রহ্মার্জুন'। নতুন এই ছবিতে একেবারে অ্যকশন লুকে দেখা যাবে দুই অভিনেতাকে। আজ প্রকাশ্যে এল এই ছবির সমস্ত লুক। পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌভিক দে। এই ছবিতে ব্রহ্মার চরিত্রে দেখা যাবে রোহন ভট্টাচার্য্যকে। অর্জুনের চরিত্রে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্তকে। এছাড়াও এই ছবিতে রয়েছেন, প্রিয়ঙ্কা ভট্টাচার্য্য ও অমিত শেঠি। ছবিতে পুষ্পার চরিত্রে দেখা যাবে প্রিয়ঙ্কা ভট্টাচার্য্যকে। অন্যদিকে, নান্নু যাদবের চরিত্রে দেখা যাবে অমিত শেঠিকে। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, মীনা শেঠি ও অন্যান্যরা।
দুটি জায়গা, একটার নাম গালুড়ী ও অন্যটি শেখমুলুক৷ দুটি জায়গায় রাজত্ব চালায় নরেশ পাল ও আলম শেখ৷ মূলত গাঁজা পাচারকে কেন্দ্র করে এদের রাজত্ব চলে। কিন্তু এই ক্ষমতার লড়াইয়ে ঢুকে পরে ব্রহ্মা ও অর্জুন। এবারে গল্প কোন দিক যাবে, এই সব কিছু নিয়ে ছবি ব্রহ্মার্জুন। ছবিটির প্রযোজনায় রয়েছে মীনা শেঠী মণ্ডল এবং তত্ত্বাবধানে রয়েছে সুমন্ত মুখার্জি। কানাঘুষো শোনা যাচ্ছে মুম্বই তথা বলিউড এর কিছুজন নামকরা অভিনেতা - অভিনেত্রীদেরও অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে।
অন্যদিকে, আজই ঘোষণা হয়েছে আরও একটি নতুন ছবির। এই প্রথমবার অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)-র সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। আসছে নতুন ছবি 'বহুরূপ'। এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি 'বহুরূপী' বক্সঅফিসে তোলপাড় ফেলেছিল। তবে এই ছবির প্রেক্ষাপট একেবারে আলাদা। বহুরূপী একজন অভিনেতার গল্প। আমরা সিনেমায় যে নায়ক নায়িকাকে দেখি, আমরা সেই চরিত্রগুলোর সঙ্গেই একাত্ম হয়ে যাই। তবে আমরা কখনও ভাবি না, কীভাবে নায়ক নায়িকারা সেই ছবির জন্য নিজেদের তৈরি করেন। ঠিক তেমনই একটা গল্প 'বহুরূপ'। পরিচালক আকাশ মালাকারের এটি দ্বিতীয় ছবি। থ্রিল ছাড়া, নানা রকম অনুভূতিতে ভরা থাকবে এই ছবি।
এই প্রথম ইধিকার সঙ্গে জুটি বাঁধছেন সোহম। আজ সোহমের জন্মদিন। আর সেই জন্মদিনের দিনই প্রকাশ্যে এল নতুন ছবি মুক্তির খবর। এই ছবিতে মোট ৭টি লুকে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। এর আগে বিভিন্ন লুকে, বিভিন্ন সিনেমায় ধরা দিয়েছেন সোহম। তবে এই সিনেমায় ৭টি লুকে দেখা যাবে অভিনেতাকে। এক সিনেমায় ৭টি লুক তৈরি করার জন্য সোহমের প্রস্থেটিক মেক আপ করা হবে। একেবারে মেনস্ট্রিম ঘরানার একটি ছবি এটি। দীর্ঘদিন ধরেই নাকি এই ছবিকে গুছিয়েছেন পরিচালক। অবশেষে এই সিনেমা তৈরি করার কাজ শুরু হয়েছে।