কলকাতা: এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি তাঁর। প্রথম কাজ, আর সেখানেই কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের বিপরীতে অভিনয়ের সুযোগ, ধ্রুব বন্দ্য়োপাধ্য়ায়ের পরিচালনায় কাজ, তার ওপরে লোভনীয় স্ক্রিপ্ট, সব মিলিয়ে যেন অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya) কাছে 'টিকটিকি'-তে অভিনয়ের সুযোগ ছিল 'আনন্দের বিস্ফোরণ'।
একদিকে অভিনয়, অন্যদিকে পরিচালনা, দুইই সমান দক্ষতায় সামলাচ্ছেন অনির্বাণ। ইতিমধ্য়েই মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে তাঁর নতুন ছবি 'বল্লভপুরের রূপকথা'-র। অন্যদিকে, ১৮ তারিখ মুক্তি পাবে অনির্বাণের নতুন ওয়েব সিরিজ 'টিকটিকি'। এই সিরিজের সৌজন্যে প্রথমবার এইসঙ্গে পর্দা ভাগ করে নেবেন অনির্বাণ ভট্টাচার্য্য ও কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচিত চিত্রনাট্য, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ নাকি ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় কাজ। কোনটা সবচেয়ে লোভনীল ছিল অনির্বাণের কাছে? অভিনেতা বলছেন, 'সবটাই। আমি মিলন বসাকের একটা চরিত্র পেয়েছি, এই আনন্দটাকেই আমি সবচেয়ে এগিয়ে রাখব। এমন একটা চরিত্রের জন্য যে আমায় ভাবা হয়েছে, এটা ভীষণ আনন্দের।'
মিলন বসাককে ফুটিয়ে তুলতে গিয়ে নাকি যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে অনির্বাণকে। কেমন ছিল গোটা যাত্রাটা? অনির্বাণ বলছেন, 'কসরতটা প্রায় পুরোটাই শারীরিক। তবে এটা নতুন নয়, অনেক অভিনেতাকেই করতে হয়। টানা অভিনয় করতে করতে মাথার নিয়ন্ত্রণে এনার্জিটা থাকে না, শরীরে চলে যায়। সকাল ৯টা হোক বা রাত সাড়ে ১১টা, একই ফোকাস নিয়ে কাজ করাটা বেশ কঠিন। ২০২০-র পর আমাদের অভিনয় বেশ কমে গিয়েছিল। কোনও মেশিনকে যেমন ব্যবহার না করে ফেলে রাখলে বসে যায়, খানিকটা তেমন অবস্থা হয়েছিল। আবার অভিনয় শুরু করে আগের মতো গতিতে কাজ করতে হবে এই ভয়টা কাজ করছিল। আশা করি তাতে কোনও গন্ডোগোল হয়নি।'
আরও পড়ুন: 'সজোরে ছুটে আসছে ট্রাক, পড়ে গিয়ে সরতে পারছি না..'
২ সপ্তাহের মধ্যে বা তারও কম সময়ে শ্যুটিং শেষ করার প্রবণতা এখন ইন্ডাস্ট্রি জুড়ে। এই অভ্যাসটা একজন অভিনেতার পক্ষে কতটা কঠিন? অনির্বাণ বলছেন, 'কেবল অভিনেতা নয়, পরিচালকের পক্ষেও এটা খুব কঠিন। কিন্তু এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ এটা একটা ব্যবসাজনিত ব্যাপার। দিন কমেছে ব্যবসার শর্তে। ব্যবসা করতে এলে ব্যবসার শর্ত মেনে নিতেই হবে।'
সেটে দুই অভিনেতা আর ৩ জন পরিচালক। অভিনয় করার সময় পরিচালক সত্তা কী... প্রশ্ন শেষ করতে দিলেন না অনির্বাণ। বললেন, 'আমি এইগুলো ভাবিই না। আমি এর আগে থিয়েটার পরিচালনা করেছি। তারপর অন্যের পরিচালনায় থিয়েটারে অভিনয়ও করেছি। পরিচালক আর অভিনেতা, এই দুটো মানসিক অবস্থান সম্পূর্ণ আলাদা করে রাখি আমি।'
কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা? একটু ভাবে ভেসেই অনির্বাণ বললেন, 'দারুণ।' তারপর যোগ করলেন, 'প্রিয় অভিনেতা তো ছিলেনই। কিন্তু সামনাসামনি অভিনয়ের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারব না। দর্শক তো শুধু ফাইনাল শটটা দেখবেন। আমি তো রিহার্সালের সময়ও কত দেখেছি, শিখেছি। সেই অভিজ্ঞতাটা অনবদ্য।'