কলকাতা: সমস্যার মেঘ যেন কেটেও কাটছে না। এই নিয়ে দ্বিতীয়বার। ফের মিউজিক ভিডিওর শ্যুটিং করতে গিয়ে বাধার মুখে অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। আজ যোগেশ মাইম অ্যাকাডেমিতে একটি মিউজিক ভিডিওর শ্যুটিং করার কথা ছিল অনির্বাণের। অভিযোগ, গতকাল রাত থেকেই টেকনিশিয়ানরা জানাতে থাকেন, যে তাঁরা আসতে পারবেন না। এর ফলে, আজ ফের হতে পারল না অনির্বাণদের নতুন গানের শ্যুটিং। ফেডারেশন আর গিল্ডের সংঘাত নিয়ে সমস্যার প্রায় বছর পার হয়ে গিয়েছে। একাধিক বিষয় নিয়ে আদালতে মামলা করেছে ফেডারেশন। এই মামলা দায়ের যাঁরা করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায় ও অন্যান্যরা। 

অনির্বাণ নতুন একটি গানের দল তৈরি করেছেন। 'হুলিগানিজম'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সেই দলের একটি গান। আর সেই গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 'মেলার গান' এখন ঘুরছে মুখে মুখে। অনির্বাণরা এবার নতুন দলের দ্বিতীয় গানের ভিডিওর কাজে হাত দিয়েছিলেন। 'হুলিগানিজম'-এর দ্বিতীয় গানের শ্যুটিং হওয়ার কথা ছিল আজই। তবে অভিযোগ, গতকাল রাত থেকেই টেকনিশিয়ানরা আসবেন না বলে জানিয়ে দেন। অনেক টেকনিশিয়ান ফোন পর্যন্ত তোলেননি বলে অভিযোগ। আজ এই বিষয় নিয়ে, দুপুর ১২টার সময় যোগেশ মাইম আকাডেমিতে একটি সাংবাদিক সম্মেলন করবেন অনির্বাণ। তখনই তিনি গোটা বিষয়টার কথা আনুষ্ঠানিকভাবে জানাবেন। পাশাপাশি জানাবেন, এই বিষয়ে তিনি আর কী পদক্ষেপ নেবেন। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও 'হুলিগানিজম'-এর এই মিউজিক ভিডিওটির শ্যুটিং হওয়ার কথা ছিল। কিন্তু এই একই কারণের জন্য তা বাধাপ্রাপ্ত হয়। সেই সময় ও টেকনিশিয়ানরা আসেননি।

অনির্বাণ জানিয়েছেন, তাঁদের ব্যান্ডের ৯ জন সদস্যের কলটাইম ছিল। ১২-১৩ ঘণ্টা শ্যুটিং হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল রাত থেকেই টেকনিশিয়ানরা বারণ করে দেন শ্যুটিংয়ে যেতে। অনির্বাণ জানিয়েছেন, সদ্য তিনি 'রঘু ডাকাত'-এর কাজ করেছেন। সেই সময়ে টেকনিশিয়ানদের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। কথা হয়েছিল। তাঁরা কখনোই বলেননি যে অনির্বাণ যে রাস্তায় রয়েছেন, সেটা ভুল। তাই তাঁরা অনির্বাণের সঙ্গে আর কাজ করবেন না। কিন্তু তাহলে কেন টেকনিশিয়ানরা কাজে আসতে বারণ করছেন, তা নিয়ে ধন্দ্বে অনির্বাণ। তিনি জানিয়েছেন, তিনি কাউকে পাশে চান না। প্রত্যাশাও করেন না। দরকার হলে তিনি একাই লড়াই করবেন।