কলকাতা: রোমিও জুলিয়েটে সেই অমর প্রেমের গল্প এবার বাংলায়, একেবারে আঞ্চলিক গল্পে। এই ভাবনা থেকেই তৈরি হয়েছিল 'তালমার রোমিও জুলিয়েট'-এর গল্প। ১৫ নভেম্বর 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'তালমার রোমিও জুলিয়েট'। সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন দেবদত্ত রাহা (Debdutta Raha), ও হিয়া রায় (Hiya Roy)-কে। অন্যতম মুখ্য ভূমিকায় ও সৃজনশীল পরিচালকের ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। সিরিজটি পরিচালনা করছেন অর্পণ গড়াই। 


এই সিরিজে রানার চরিত্রে দেখা যাবে দেবদত্তকে। হিয়াকে দেখা যাবে জেহানারার চরিত্রে। এ যেন একেবারে সামনের বাড়িরই গল্প। বাড়ির অমতে প্রেম, দুই ভিন্ন ধর্মের প্রেমিক প্রেমিকা, আর তাদের লড়াইয়ের গল্প বলতে তালমার রোমিও জুলিয়েট। তালমা আসলে উত্তরবঙ্গের একটি জায়গা। সেই জায়গার দুটি চরিত্রই যেন হয়ে উঠবে শেক্সপিয়ারের সেই আদি-অনন্ত রোমিও জুলিয়েট। দুই পরিবারের মধ্যে কলহ কিন্তু তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্কেই যেন ঘেঁটে গেল সমস্ত হিসেব। পরিবার নাকি প্রেম.. কে জিতবে সেই লড়াইয়ে, তাই নিয়েই গল্প 'তালমার রোমিও জুলিয়েট'।


এই সিরিজ নিয়ে অনির্বাণ ভট্টাচার্য্য বলছেন, 'তালমার রোমিও জুলিয়েট কেবল একটা পুরনো গল্পকেই ফের নতুন করে বলা নয়, এই গল্পের মধ্যে বাংলার সংস্কৃতির একটা ভীষণ ছাপ রয়েছে। সেই সঙ্গে রয়েছে একটা পুরনো দিনের প্রেমের গল্প বলার ধাঁচ। আমরা দেখাতে চেয়েছি, কীভাবে সেই পুরনো যুগে লেখা রোমিও জুলিয়েট গ্রাম বাংলার মানুষের সঙ্গে, তাঁদের জীবনের সঙ্গে মিশে যায়। সেই সঙ্গে ভালবাসার জন্য যে কষ্ট, যে লড়াই.. সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে এখানে।'


এই ছবিতে দেবদত্ত ও হিয়া, দুজনেই একেবারে রুপোলি পর্দায় নতুন। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ও বেশ কয়েকটি গান। দর্শকদের মধ্যে ভালই প্রতিক্রিয়া পেয়েছে সেইগুলি। এবার এই সিরিজটা সাধারণ মানুষের কতটা জনপ্রিয় হয় এখন সেটাই দেখার। 


 






আরও পড়ুন: Bohurupi: বহুরূপীতে আবিরের চরিত্র সুমন্ত ঘোষাল বাস্তবে কে? প্রকাশ্যে আনলেন শিবপ্রসাদ-নন্দিতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।