কলকাতা: একেনবাবুর (Eken Babu) গল্পের লেখক সুজন দাশগুপ্তর (Sujan Dasgupta) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া সাহিত্য জগতে। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে লেখকের দেহ। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ পর্দার একেনবাবু ওরফে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। এবিপি আনন্দকে প্রতিক্রিয়ায় কী জানালেন?


প্রয়াত একেনবাবুর স্রষ্টা, শোকস্তব্ধ অনির্বাণ চক্রবর্তী


এবিপি আনন্দের তরফে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'যেহেতু উনি সবসময় এখানে থাকেন না, ওঁর আত্মীয়রাও এখানে থাকেন না, আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে খবরটা সত্যি কিনা। পরে জানলাম যে খবরটা সত্যি। এবারে কলকাতায় এসে অনেকদিন ছিলেন। ডিসেম্বরে যখন 'একেনবাবু'র ষষ্ঠ সিজন স্ট্রিমিং হল তখন ওঁর সঙ্গে দেখা হয়। মাঝে একটু অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর যখন বাড়িতে ফিরলেন, তখনও কথা হয় আমার সঙ্গে। এই ২৪ তারিখ ওঁর বাড়িতে যাওয়ার কথা, বললেন এখন ভাল আছি। ওঁর স্ত্রীর শান্তিনিকেতনে যাওয়ার কথা বলেছিলেন। ফিরে এলে আমাকে বাড়িতে যেতে বলেন। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়া শেষ যখন দেখা হয়েছে তখনও ওঁকে সুস্থই দেখেছি। এত আকস্মিক পুরো ঘটনাটা। কী যে বলব, খুবই কষ্ট হচ্ছে, খারাপ লাগছে।'


প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর জনপ্রিয় ওয়েব সিরিজ 'একেনবাবু'। নাম চরিত্রে অনির্বাণ চক্রবর্তীর অভিনয়ে তাঁকে আলাদা পরিচয় তৈরি করে দিয়েছে। ওয়েব সিরিজ থেকে এই চরিত্র উঠে আসে বড়পর্দাতেও। ফলে স্বাভাবিকভাবেই সেই চরিত্রের স্রষ্টার হঠাৎ মৃত্যুতে স্তব্ধ অনির্বাণ। 'হইচই'য়ের তরফ থেকে বিবৃতি জারি করেও প্রতিক্রিয়া জানান অভিনেতা। তিনি বলেন, 'আমি সত্যিই জানি না এই খবরে কী বলা উচিত। কথা হারিয়ে ফেলছি। সুজন দাশগুপ্ত এমন একজন মানুষ যাঁর কাছে আমি চিরঋণী। বহু মানুষের কাছে আমি প্রথমে একেনবাবু ও তারপর অনির্বাণ চক্রবর্তী। আর সেই চরিত্রের পিছনের মানুষটাই আর নেই ভাবতেই মন ভেঙে যাচ্ছে। সুজন দা অত্যন্ত প্রতিভাবান এবং বুদ্ধিমান একজন মানুষ। উনি প্রায়ই বলতেন যে একেনবাবুকে পর্দায় অন্যরকম কল্পনা করেছিলেন তিনি কিন্তু যখন থেকে আমি ওই চরিত্রটায় অভিনয় করছি তবে থেকে তিনি ওভাবেই একেনবাবুকে কল্পনা করেন। সুজন দার সঙ্গে তাঁর এই কথাটাও চিরকাল আমার হৃদয়ে গেঁথে থাকবে। খুব মিস করব ওঁকে।'


আরও পড়ুন: Sujan Dasgupta Death: ‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্তের রহস্যমৃত্যু, কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ


প্রসঙ্গত, আজই একেনবাবুর গল্পের লেখক সুজন দাশগুপ্তর বাইপাসের ধারে উদিতা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়েছে। ফ্ল্যাটে তিনি একাই ছিলেন। তাঁর স্ত্রী শান্তিনিকেতনে আছেন। পরিচারিকা এসে ডাকাডাকি করার পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। সুজন দাশগুপ্তর শোওয়ার ঘর থেকে উদ্ধার হয়েছে দেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ।