কলকাতা: বিস্ময় বালক! সে কম্পিউটারেরও আগে কষে ফেলতে পারে অঙ্ক, চটপট উত্তর দিয়ে যেন কঠিন সব প্রশ্নের.. এই খবর খবরের কাগজে দেখা যায় মাঝেমধ্যেই। কিন্তু ঠিক কেমন থাকে এই বিস্ময় বালক বা বালিকার বাড়ির মানুষেরা। অত্যন্ত সাধারণ, মধ্যবিত্ত পরিবার যদি হঠাৎ প্রচারের আলোয় আসে, বদলে যায় তাদের জীবন? এই বিষয়বস্তুকেই সিনেমার পর্দায় তুলে আনছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee), নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত ছবি 'হামি ২' (Haami 2)।
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত (Anjan Dutta)। তিনি যেন গল্পে এমন একটা চরিত্র যিনি টানা, মোহের থেকে সরিয়ে এসে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনতে চেষ্টা করেন তিনি। ট্রেলারের শেষে অঞ্জন দত্তের গলায়, 'বিস্ময় হতে যেও না বাবা, বিস্মিত হয়ে যাবে, যেন একটা বাস্তবের ধাক্কা দিয়ে যায়। যেখানে টাকা এবং যশ অনেকসময় মানুষকে বাস্তবকেই যেন ভুলিয়ে দেয়, সেখানে অঞ্জন দত্তের চরিত্র নিতাই জ্যাঠা যেন বাস্তবে ফিরিয়ে আনতে চান লালটু, মিতালিকে। সোশ্যাল মিডিয়ায় অঞ্জন দত্তের প্রশংসা করেছেন অনেকেই।
আরও পড়ুন: Janhvi Kapoor: প্রচণ্ড অগোছালো, টুথপেস্টের ঢাকনা আটকাতেও ভুলে যান জাহ্নবী কপূর!
লড়াই, ঝগড়া সরিয়ে রেখে, হাতে হাত ধরে হাঁটার গল্প নিয়ে আসছে 'হামি ২'। দ্বিতীয়বার দর্শকদের মন মাতাতে আসছে তিন খুদের দল। লাল্টু ও মিতালীর চরিত্রে ফের দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরীকে। তবে শুধুই বন্ধুত্বের গল্প নয়, এই ছবি এক মধ্যবিত্ত পরিবারে হঠাৎ প্রচারের আলোয় উঠে আসা, টাকা কীভাবে বদলে দেয় সম্পর্কের সমীকরণ, সবই তুলে ধরা হয়েছে ছবিতে। কিন্তু খুদেরা? তারা এত জটিল বিষয় বোঝে না। তাদের ভাঁড়ারে যা থাকে, তা কেবলই ভালবাসা, বন্ধুত্ব। সেই গল্পই ফুটিয়ে তোলা হবে 'হামি ২' -তে।