কলকাতা: নতুন মিউজিক ভিডিওতে জুটি বাঁধছেন অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার ও অঙ্কিতা মজুমদার। নতুন গানের নাম, "চল হাতটা ধর"। এই গানে দেখা যাবে সঙ্গীতশিল্পী প্রিয়াঙ্কনা শিলাদিত্যকেও। এই গান তাঁরই লেখা ও সুর দেওয়া। তাঁরই গলায় শোনা যাবে এই গান। তবে তার অন্যতম আকর্ষণ হতে চলেছে ধ্রুবজ্যোতি আর অঙ্কিতার জুটি।
ধ্রুবজ্যোতি ও অঙ্কিতা দুজনেই ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ। দুজনেই বর্তমানে ধারাবাহিকে কাজ করছেন। এই কাজটি নিয়ে গল্পের নায়ক অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার বলছেন, 'অঙ্কিতা ও প্রিয়াঙ্কনা, দুজনের সঙ্গে কাজ করাই খুব ভাল অভিজ্ঞতা। কলকাতার নানা জায়গায় শ্যুটিং হয়েছে গানটির। গোটা মিউজিক ভিডিওটার মধ্যে একটা সহজ, সরল, স্বাভাবিক মেজাজ রয়েছে যা দর্শকদের ছুঁয়ে যাবে। এটা একটা ভালবাসার গান। বহুদিন পরে এমন একটা মিউজিক ভিডিওতে কাজ করলাম। সব মিলিয়ে একটা ভাল অভিজ্ঞতা। '
এই গানে কাজ করা নিয়ে অভিনেত্রী অঙ্কিতা মজুমদার বলছেন, 'দু'জন নয়, এই গানটি ৩ জন মানুষের জীবনের গল্প বলবে। পরিচালক সুব্রত শর্মা গানের গল্পটাকে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছেন। প্রিয়াঙ্কনার সুরে গানটিও দুর্দান্ত লেখেছে। আশা করি খুব তাড়াতাড়ি দর্শকদের কাছে এই গানটি উপহার হিসেবে নিয়ে আসতে পারব। সঙ্গীতশিল্পী অভিনেত্রী প্রিয়াঙ্কনা বলছেন, 'দর্শক অনেকদিন পরে এমন একটা ভালবাসার গান উপহার পেতে চলেছেন। এই গানের প্রত্যেকটা লাইনেই দর্শক নিজেদের খুঁজে পাবেন। আশা করছি দর্শকদের ভাল লাগবে গানটা।'
পরিচালক সুব্রত শর্মা বলছেন, 'এর আগে অনেক ভালোবাসার গান তৈরি হয়েছে। কিন্তু এই গানটার মধ্যে আলাদা একটা ভাবনা রয়েছে। মানুষ নিজেকে খুঁজে পাবেন এই গানটির মধ্যে'।
আরও পড়ুন: Soumitrisha Kundoo: অভিনেত্রীদের ঝলমলে জীবনের একটা উল্টোদিকও রয়েছে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।