সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে ছিলেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা। সুশান্তের মতো মানুষ কী করে এমন করতে পারে তা নিয়ে সাক্ষাৎকারে সংশয়ও প্রকাশ করেছিলেন অঙ্কিতা। উঠে এসেছিল আরও নানান কথা। সেই অঙ্কিতাই দীপাবলিতে ধরা দিলেন একেবারে ভিন্ন মুডে। লাল রঙের লহেঙ্গায় প্রেমিক ভিকি জৈনের সঙ্গে একের পর এক ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিয়ো পোস্ট করেছেন অঙ্কিতা। পরনে লাল লহেঙ্গা, ঝলমলে নেকপিস, মুখে চওড়া হাসি, হাতে প্রদীপের থালা নিয়ে তাঁর বার্তা ’’আমার, তোমার, সকলের জন্য শুভ দীপাবলি।‘‘
হাসিমুখের ওই ছবি দেখেই সুশান্ত অনুরাগীরা একের পর এক প্রশ্ন করেছেন অঙ্কিতাকে। এক নেটিজেনের কটাক্ষ, সুশান্তকে সবসময় মনে রেখে দেবেন, ভুলবেন না। কেউ লিখেছেন, জাস্টিস ফর সুশান্ত সিংহ রাজপুত। একজন লিখেছে্ন শুভ দীপাবলি, কিন্তু আপনাকে দেখে সুশান্ত সিংহ রাজপুতকে মনে পড়ে যাচ্ছে। ’পবিত্র রিস্তে‘-তে আপনাকে এবং আমার এসএসআরকে শুভ দীপাবলি। এক নেটিজেনের কটাক্ষ আপনাকে দেখে মনে হচ্ছে সুশান্তকে ভুলে গিয়েছেন।