মুম্বই: হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ অঙ্কিতা লোখান্ডে সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে। গত ১৪ ডিসেম্বর তাঁরা নতুন জীবন শুরু করেন। শোনা যায়, সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ভিকি জৈনের সঙ্গে তিন বছর সম্পর্কে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। বিয়েতে মনীশ মলহোত্রর ডিজাইন করা লেহেঙ্গায় সেজেছিলেন 'পবিত্র রিস্তা' অভিনেত্রী।



মেহেন্দি, সঙ্গীত থেকে বিয়ের নানা ছবি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন অঙ্কিতা। সম্প্রতি তিনি নেট মাধ্যমে শেয়ার করে নিয়েছেন প্রথমবার শ্বশুড়বাড়ি যাওয়ার ভিডিও এবং ছবি। যেখানে দেখা যাচ্ছে, তাঁকে নববধূর সমস্ত উপাচার মেনে প্রবেশ করতে হচ্ছে ঘরে।



আরও পড়ুন- 8 Years of Dhoom 3: আট বছর আগে 'ধুম থ্রি' প্রসঙ্গে কী বলেছিলেন ক্যাটরিনা কাইফ?


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করে অঙ্কিতা লোখান্ডে লিখেছেন, 'মিস্টার জৈন এবং তাঁর পরিবারের সঙ্গে নতুন শুরু'। ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে প্রবেশের সময় নববধূকে যে যে উপাচার মানতে হয়, সমস্ত একেবারে নিয়ম মেনে পালন করছেন অঙ্কিতা। তবে, অভিনেত্রীর পাশে সবসময় থাকতে দেখা গিয়েছে ভিকি জৈনকে। 'ঘর প্রবেশ'-এর আগে দেওয়ালে নব দম্পতির হাতের ছাপ, নারকেল ভেঙে শুভ শুরু করেন তাঁরা। অঙ্কিতা লোখান্ডের পোস্ট করা ভিডিওতে শুভেচ্ছায় ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে অন্যান্য তারকারা। 



প্রসঙ্গত, প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। 'পবিত্র রিস্তা' ধারাবাহিকে অভিনয় করার সময়ই তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। বেশ কিছু বছর পর তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সময়ও অভিনেতার পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল অঙ্কিতাকে।