মুম্বই: আট বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল থ্রিলার ড্রামা 'ধুম থ্রি' (Dhoom 3)। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ এবং উদয় চোপড়া। 'ধুম' সিরিজের অন্যতম জনপ্রিয় ছবি এটি। ছবিটি যেমন সফল হয়, তেমনই ছবির গানও বেশ প্রশংসিত হয়। 'ধুম থ্রি'-এর আট বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে এই ছবির জন্য ফিটনেস নিয়ে যা বলেছিলেন 'সূর্যবংশী' অভিনেত্রী।
'ধুম থ্রি'র আট বছর পূর্তিতে সামনে এসেছে ক্যাটরিনা কাইফের পুরনো এক সাক্ষাৎকার। যেখানে তিনি বলেছিলেন, ''ধুম থ্রি' ছবিতে একজন জিমন্যাস্টের মতো শারীরিক গঠনের দরকার। আর তার জন্য আমার পেশি এবং শরীর খুবই শক্তিশালী ও ফিট থাকার প্রয়োজন। আমি 'এক থা টাইগার' ছবিতেও একজন এজেন্টের চরিত্রে অভিনয় করেছি। তার জন্যও ফিটনেসের প্রয়োজন। কিন্তু 'ধুম থ্রি' জন্য ফুটনেসের মাত্রা অন্য ছবির থেকে অনেক আলাদা। এই ছবিতে শারীরিক ফিটনেসের মাত্রা অত্যন্ত বেশি প্রয়োজন। আর সেভাবেই নিজেকে তৈরি করেছি।'
আরও পড়ুন - Vicky Katrina Update: ভালোবাসার বাড়ি, ভিকির হাতে হাত রেখে ছবি শেয়ার ক্যাটরিনার
'ধুম' সিরিজের অন্যান্য ছবিগুলির মতো এই ছবিতেও জয় এবং আলির চরিত্রে অভিনয় করেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও উদয় চোপড়া (Uday Chopra)। এই ছবির নতুন সংযোজন ছিলেন আমির খান (Aamir Khan) ও ক্যাটরিনা কাইফ। এই ছবিতে ক্যাটরিনা কাইফের অভিনীত গান 'কমলি' খুবই জনপ্রিয় হয়।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর 'উরি' অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্যাটরিনা। শোনা যাচ্ছে আগামী মাস থেকে তিনি 'টাইগার থ্রি' ছবির শ্যুটিং শুরু করবেন। আর তার জন্যই সলমন খানের সঙ্গে দিল্লি উড়ে যাবেন। এছড়াও তাঁর হাতে রয়েছে 'ফোন ভূত', 'জি লে জারা'র মতো একাধিক ছবি।