কলকাতা: আজ ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন। আর সেইসঙ্গে প্রিয় মানুষটার জন্মদিনও। সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা মাখা পোস্ট করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। ক্যাপশনে উডাড় করে দিলেন আবেগ। আজ প্রেমিক অঙ্কুশ হাজরার (Ankush Hazra) জন্মদিন যে..


ঘড়ির কাঁটার ১২টা বাজার পরেই সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট শেয়ার করেন ঐন্দিলা। দেওয়ালের সোনালি সাজের ওপর বেলুনের হরফে লেখা, শুভ জন্মদিন অঙ্কুশ (Happy Birthday Ankush)। পাশে পড়ে অনেক বেলুন।  আর সামনে বার্থ ডে বয় অঙ্কুশকে আদরে জড়িয়ে ধরে রয়েছেন ঐন্দ্রিলা। ক্যাপশানে ঐন্দ্রিলা লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবনের সেই মানুষটাকে যে চিরকালের জন্য আমার হৃদয় অধিকার করে রেখেছে। যতটা সম্ভব, ততটাই ভালো একটা জন্মদিন কাটুক। তুমি আমার হীরের মত অঙ্কুশ।' ছবিতে দেখা যাচ্ছে, ঐন্দ্রিলার কপালে চুম্বন করছেন অঙ্কুশ। 



সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বান্ধবী ঐন্দ্রিলার দুটি ছবি শেয়ার করেছিলেন অঙ্কুশ হাজরা। একটি ছবিতে নীল সালোয়ারে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে। অন্যটিতে জিনসের সঙ্গে লাল কুর্তি ও গলায় সাদা কালো ওড়নায় সেজেছেন অভিনেত্রী। এই দুটি ছবি শেয়ার করে অঙ্কুশ লেখেন, ''ম্যাজিক' থেকে 'লভ ম্যারেজ', কী অসাধারণ বদল। তোমার জন্য গর্ববোধ করি। এখনও অনেক পথ যেতে হবে। এভাবেই এগিয়ে চলো।'


Gehraiyaan Film Update: 'গহেরাইয়াঁ' দেখে অনন্যা পাণ্ডেকে বিশেষ প্রশংসা ঈশান খট্টরের, সম্পর্কের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা


এর সঙ্গে ক্যাপশনে মোটিভেশন, হার্ডওয়ার্ক, ডেডিকেশনও জুড়ে দিয়েছেন 'হরিপদ ব্যান্ডওয়ালা' তারকা। প্রসঙ্গত, চেহারা নিয়ে অনেক সময়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছে ঐন্দ্রিলাকে। ওজন বৃদ্ধির কারণে কখনও 'মোটা' কখনও অন্য বিশেষণ জুড়েছে তাঁর নামের সঙ্গে। কিন্তু তিনিও মোটেই দমে যাওয়ার পাত্রী যে নন, তা বুঝিয়ে দিয়েছেন পরিশ্রমেই। শরীরচর্চার মাধ্যমে ওজন কমিয়ে, মেদ ঝরিয়ে হয়ে উঠেছেন ফিট। আর বান্ধবীর এই পরিশ্রম ও একাগ্রতাতেই মুগ্ধ হয়েছেন অঙ্কুশ। অভিনেতার এমন দরাজ সার্টিফিকেটে উচ্ছ্বসিত ঐন্দ্রিলাও পাল্টা জবাবে লিখেছেন, 'তুমিই আমার প্রেরণা'। ফলে সম্পর্কের রসায়ন যে প্রতিদিন গভীর থেকে গভীরতর হচ্ছে, তা বলাই বাহুল্য।