কলকাতা: তাঁর প্রথম প্রযোজিত ছবি নিয়ে বার বার বিভিন্ন জল্পনা, গুজব.. অবশেষে 'মির্জা' (Mirza) ছবিটি নিয়ে মুখ খুললেন ছবির নায়ক ও প্রযোজক অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। অ্যাকশনধর্মী এই ছবিটির পরিচালনা করছেন পরিচালক সুমিত-শাহিল (Sumit Shahil)। তবে এই ছবির প্রযোজনা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু মনমালিন্য দেখেছে টলিউড।
ছবিটি যুগ্মভাবে প্রযোজনা করা কথা ছিল নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড ও অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের। এই ছবির হাত ধরেই শুরু হওয়ার কথা ছিল প্রযোজক অঙ্কুশের যাত্রা। তবে কিছুদিন পরে, সোশ্য়াল মিডিয়ায় একটি অফিসিয়াল পোস্ট দিয়ে অঙ্কুশের সংস্থার তরফে জানানো হয়, কিছু মতপার্থক্যের জন্য একসঙ্গে কাজ করতে পারছে না অঙ্কুশের সংস্থা ও নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। আর সেই কারণেই, আপাতত স্থগিত রাখতে হচ্ছে মির্জার কাজ।
কিন্তু অঙ্কুশের অভিযোগ, এরপর থেকে ইন্ডাস্ট্রিতে 'মির্জা' ছবিটি নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এমনকি, ছবির শ্যুটিং হয়ে গিয়েছে বলেও নাকি ফোন গিয়েছে অনেক অভিনেতা অভিনেত্রীদের কাছে। সোশ্যাল মিডিয়ায় আজ পোস্ট করে অঙ্কুশ লেখেন, 'আমার প্রিয় বন্ধুরা.. ইতিমধ্যেই 'মির্জা' ছবিটা নিয়ে অনেক রটনা হয়েছে। কিন্তু আমি বলতে চাই, এই ছবির সমস্ত স্বত্ত্ব আমাদের টিমের কেনা রয়েছে আর এই ছবি সংক্রান্ত ঘোষণা কেবলমাত্র আমরাই করতে পারব। এই গল্পের যাবতীয় স্বত্ব অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের নামে রেজিস্টার্ড করা রয়েছে। আমি আমার সমস্ত অনুরাগী, বন্ধুদের বলব যে যাবতীয় ভুয়ো খবরে কান না দিতে। কথা দেওয়া যায়.. আর সেই কথার খেলাপ করা যায় না।'
আরও পড়ুন: Food Facts: তাজা আনাজ ঠিক কী? 'ফ্রোজেন' সব্জি কি সত্যিই খারাপ?
আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial