কলকাতা: 'রক্তবীজ ২' (Roktobeej) ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তিনি। আর এবার, 'কিলবিল সোস্যাইটি' (Killbill Sociaty)-র হাত ধরে কি এই সিক্যুয়ালেও জায়গা পাকা করে ফেললেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)? সদ্য প্রকাশ্যে এসেছে 'কিলবিল সোস্যাইটি' -র একগুচ্ছ নতুন অভিনেতা অভিনেত্রীদের ঝলক। আর সেখানেই জানা গিয়েছে, একটি গানে কৌশানীর সঙ্গে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে।
এর আগেই গল্পের যেটুকু ঝলক প্রকাশ্যে এসেছিল, সেখানে বোঝা গিয়েছিল, কৌশানীর বিপরীতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। কৌশানীর প্রাক্তনের ভূমিকায় যেতে পারে অনিন্দ্যকেও। তবে এবার প্রকাশ্যে এল অঙ্কুশের কাজের ঝলক। এই ছবিতে অন্যতম চমক হিসেবে রয়েছেন। এর আগে কৌশানীর সঙ্গে জুটি হিসেবে দেখা যায়নি অঙ্কুশকে। এই প্রথম তাঁকে দেখা যেতে চলেছে কৌশানীর সঙ্গে।
শুধু অঙ্কুশ নয়, এছাড়াও এই ছবিতে দেখা যাবে, শ্রুতি দাস (Shruti Das), রোশনি ভট্টাচার্য্য (Roshni Bhattacharya), অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee) ও নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায় (Nilanjana Banerjee)। এর আগে 'হেমলক সোস্যাইটি'-তে দেখা গিয়েছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়, বরুণ চন্দ, সব্যসাচী চক্রবর্তী, সোহাগ সেন, ব্রাত্য বসু, রাজ চক্রবর্তী, জিৎ, শিলাজিৎ মজুমদার, প্রিয়াঙ্কা সরকারকে। ইতিমধ্যেই 'রক্তবীজ ২'-এর শ্যুটিং শুরু করে দিয়েছেন অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার ও করে নিয়েছেন অঙ্কুশ। টাকিতে শ্যুটিং করছেন তিনি।
'হেমলক সোস্যাইটি'-র নস্ট্যালজিয়া ছুঁয়ে থাকবে সৃজিতের 'কিলবিল সোস্যাইটি'-কে। তবে আনন্দ কর এবার একেবারে অন্যরকম ভূমিকায়। এতগুলো বছর তার জীবনে কী ঘটে গিয়েছে, কী কী বদলে গিয়েছে, সেটাই যেন উঠে আসবে গল্পে। তবে এবার আর আনন্দ কর মানুষকে বাঁচানোর জায়গায় হয়তো থাকবে না। অন্যদিকে থাকছে পূর্ণা আইচ। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)-কে। পূর্ণা কখনও নিজের জীবনকে নিয়মানুবর্তিতায় বাঁচেনি। কোনও বোঝা নিয়ে চলতে পছন্দ করে না সে। যা তার চাই, তা চাইই। তার চরিত্র সাহসী, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত সারল্য রয়েছে। সেটাই ফুটে উঠবে এই ছবিতে। পূর্ণা হিসেবে প্রকাশ্যে এসেছে কৌশানীর লুক ও। চোখে চশমা, এলো চুল আর চোখের কোলে সেই একরাশ বিভ্রান্তি। পরমব্রতর মতোই। তাঁদের মধ্যে রসায়নটা ঠিক কেমন হবে তা দেখতে গেলে অপেক্ষা করতে হবে ছবিটার জন্য। অন্যদিকে, অঙ্কুশের সঙ্গেও দেখা যাবে কৌশানীর রসায়ন।