কলকাতা: দীর্ঘ সম্পর্ক, খুনসুটি আর বন্ধুত্বের মিশেলে প্রেমের আবেশ.. তাঁদের সম্পর্কের কথা জানে ইন্ডাস্ট্রির সবাই। অঙ্কুশ হাজরা (Ankush Hazra) আর ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। এই বছর তাঁদের সম্পর্ক ১৩ বছরে পা দেওয়ার কথা। কিন্তু যে সম্পর্কে বিয়ের গুঞ্জন হওয়ার কথা ছিল, সেখানেই কেন বিচ্ছেদের সুর!
গতকাল সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের একটি পোস্ট বেশ চমকেই দিয়েছিল সবাইকে। সেই পোস্টে তিনি লিখেছিলেন, 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ই February আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।' প্রসঙ্গত, অঙ্কুশের জন্মদিন আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে। ফলে কার্যত জোড়া উদযাপনে মাতেন অভিনেতা। আর সবসময়েই তাঁর সঙ্গী হন ঐন্দ্রিলা। কিন্তু এই বছর কী সব ওলটপালট?
আরও পড়ুন: Rishav Roy Exclusive: লন্ডনে শ্যুটিং, অনন্যার সঙ্গে প্রথমবার অভিনয়, ঋষভের স্বপ্নপূরণের গল্প
আজ সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও পোস্ট করেছেন অঙ্কুশ। সেখানেই জানা গেল, কেবল অনুরাগীরা নন, অঙ্কুশ ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে চিন্তিত খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-ও। রীতিমতো ফোন করে বুম্বাদার বার্তা, 'আমি তোদের অভিভাবকের মতো। সবাই আমায় প্রশ্ন করছে তোদের সম্পর্কে। বিয়ে নিয়ে কী ভাবছিস তোরা? ১৩ বছর ধরে কেন বিয়ে করছিস না? নাকি করে ফেলেছিস আর লুকিয়ে রেখে দিয়েছিস?' 'বুম্বাদা'-র প্রশ্নবাণে জর্জরিত অঙ্কুশ ঐন্দ্রিলা। বিয়ে নিয়ে সিদ্ধান্ত নিতে নাকি এখনও তৈরি নন জুটি।
তবে আজকের ভিডিও থেকে আঁচ করা যায়, এর সঙ্গে যোগ রয়েছে পর্দার। অনুরাগীরা অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন, নতুন কোনও ছবি আসতে চলেছে। হয়তো সেটারই প্রচারের অভিনয় কায়দা এটি। সম্পর্ক নিয়ে মুখে কুলুপ অভিনেতা অভিনেত্রীরও। সবাইরে উদ্বেগে রেখেই অঙ্কুশ ঐন্দ্রিলার থেকে বার্তা, সত্যিটা জানা যাবে ১৪ তারিখ।