কলকাতা: এবার ওয়েব প্ল্যাটফর্মে পা রাখছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ শিকারপুর (Shikarpur)। এই সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন অঙ্কুশ। প্রথমবার অঙ্কুশের বিপরীতে দেখা যাবে সন্দীপ্তা সেন (Sandipta Sen)-কে।                                                                                                                                                                       


শুধু অঙ্কুশ নয়, ওয়েব সিরিজের কাস্টিংয়ে রয়েছে আরও চমক। প্রথমবার অঙ্কুশের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। পরিচালক নির্ঝর মিত্রর নতুন এই ওয়েব সিরিজ মুক্তির দিন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই সিরিজে অঙ্কুশের চরিত্রের নাম কেষ্ট, অন্যদিকে সন্দীপ্তার চরিত্রের নাম চুমকি। অঙ্কুশের এই সিরিজে হাতেখড়ি হলেও এর আগে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন সন্দীপ্তা। এর মধ্যে অধিকাংশই এসভিএফের হয়ে।                                     


অঙ্কুশ, কৌশিক, সন্দীপ্তা ছাড়াও এই সিরিজে দেখা যাবে দেবাশিস মন্ডল (Debashish Mondal), দেবেশ রায়চৌধুরী (Debesh Roychowdhury), কোরক সামন্ত (Korok Shamantya), সায়ন ঘোষ (Shayan Ghosh), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)-কে।


আরও পড়ুন: Roktokorobi: প্রথমবার জুটি বেঁধেই বিক্রম-রাইমা জড়িয়ে গেলেন খুনের ঘটনায়!


অন্যদিকে, এই প্রথম রাইমা সেন (Raima Sen)-এর সঙ্গে জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। জি ফাইভে মুক্তির অপেক্ষায় সায়ন্তন ঘোষাল (Shayantan Ghoshal) পরিচালিত মার্ডার-মিস্ট্রি 'রক্তকরবী' (Raktakorobi)। সদ্য একগুচ্ছ নতুন ওয়েব সিরিজের ঘোষণা করেছে জি ফাইভ (Zee Five)। এর মধ্যেই একটি রক্তকরবী। 


একটি পারিবারিক সম্পর্ক ও সেই পরিবারে লুকিয়ে থাকা বিভিন্ন রহস্য নিয়েই এগিয়ে যাবে সিরিজের গল্প। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। রাইমা ও বিক্রম ছাড়াও এই সিরিজে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) , লাবণী সরকার (Laboni Sarkar), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), অঙ্গনা রায় (Angana Roy), হরিদাস চট্টোপাধ্যায় (Haridash Chatterjee), রুকমা রায় (Rooqma Ray), তুলিকা বসু (Tulika Basu) ও অন্যান্যরা।