নয়াদিল্লি: বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এবার সরব হলেন শিল্পী অনুষ্কা শঙ্কর। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধ সেতার ভেঙে দেওয়ার অভিযোগ তুললেন তিনি। তাঁর প্রিয় সেতারের দফারফা করে দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনুষ্কা। কী করে সেতারটি ভাঙল, তার সদুত্তর দিতে পারেনি এয়ার ইন্ডিয়া। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। (Anoushka Shankar)
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভাঙা সেতারের অবস্থা সকলের সামনে তুলে ধরেন অনুষ্কা। প্রথমে বিষয়টি লক্ষ্যই করেননি তিনি। বাজাতে গিয়ে সমস্যা হওয়ায় উল্টে দেখেন, খোলের অংশ ফেটে গিয়েছে। গত ১৫-১৭ বছরে এই প্রথম এমন ঘটনার সাক্ষী হলেন বলে জানিয়েছেন অনুষ্কা। গোটা ঘটনায় স্তম্ভিত তিনি। (Air India)
সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিও-য় অনুষ্কাকে বলতে শোনা যায়, “প্রথমে সেতারের অপরের অংশটি দেখছিলাম। ঠিক ঠাক সুর ধরছিল না। বাজানোর জন্য কোলে তুলে নিতেই বুঝলাম কী ঘটেছে। দীর্ঘ সময় পর এয়ার ইন্ডিয়ার বিমানে উঠেছিলাম। এই দেশেরই সঙ্গীতের সাধনা করি। গত ১৫-১৭ বছরে এই প্রথম এমন কিছু ঘটল। কীভাবে করতে পারলেন? আমার আলাদা কেস রয়েছে। আপনারা হ্যান্ডলিং ফি নেন। তার পরও এটা করলেন।”
অনুষ্কা অভিযোগ করার পরই এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘গুরুত্বপূর্ণ অতিথির অভিজ্ঞতা সঙ্গীতযন্ত্রের বিষয়টি জানতে পেরে উদ্বিগ্ন আমরা। আমরা এর সাংস্কৃতিক এবং ব্যক্তিগত মূল্যবোধ সম্পর্কে অবগত। এই ঘটনার জন্য অত্য়ন্ত দুঃখিত আমরা। কী করে এমন ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না। অতিথির সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কী করে ক্ষতি হল, তা তদন্ত করে দেখছি আমরা। এইধরনের জিনিস সামলানোর কাজে অনেকেই যুক্ত থাকেন’।
তবে গোটা ঘটনায় অনুষ্কারই পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। যেভাবে সেতারটি ভেঙেছে, তা অনিচ্ছাকৃত হতে পারে না বলে মত কারও কারও। এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। অনুষ্কা একজন আন্তর্জাতিক স্তরের শিল্পী। তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটলে, সাধারণ মানুষের মালপত্রের কী হবে, আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।