কলকাতা: সঙ্গীতশিল্পীর গানে এবার অভিনেতা। অনুপম রায়ের (Anupam Roy)-এর নতুন মিউজিক অ্যালবাম অদৃশ্য নাগরদোলা ট্রিপ (Adrishyo Nagoldola Trip) এর নতুন গান মধ্যবিত্ত ট্র্যাপ মুক্তি পেয়েছে সদ্যই। আর সেই গানে দেখা গেল অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)-কে।


সোশ্যাল মিডিয়ায় সেই গানের টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন অনুপম। তাঁর চেনা গানে, ছন্দে কথায় যেন সাধারণ মানুষের জীবনের গল্প, যাপনের গল্পই বলে এই গান। এই প্রথমবার অনুপমের মিউজিক ভিডিওতে দেখা গেল অনির্বাণকে। কালো পাঞ্জাবিতে তাঁর মাপা অভিনয় ভীষণ মানানসই। রাস্তায় শ্যুটিং, গানে গল্পে, টোটো সফরে তুলে ধরে এ যেন আমাদের সবারই গল্প। এর আগে অবশ্য অদৃশ্য নাগরদোলা ট্রিপ-এর আরও ৩টি গান মুক্তি পেয়েছে।


সদ্যই একটি অনন্য প্রদর্শনীর মাধ্যমে মুক্তি পেয়েছিল অনুপমের এই অ্যালবামটি। এই মুক্তির দিন এবিপি লাইভের মুখোমুখি হয়ে অনুপম বলেছিলেন, ' এই অ্যালবামটির মূল বিষয় ইলিউশন। আছে অথচ নেই, এমন এক মায়া। এই মায়াটাকে ধরার জন্য আমি ৮টা গান আমার ৮জন শিল্পী বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। সেই সুরকে ভর করে আমার শিল্পী বন্ধুরা কেউ ছবি এঁকেছেন, কেউ ছবি তুলেছেন, কেউ বা বানিয়েছেন বিভিন্ন ভাস্কর্য্য। আর তাই দিয়েই আমরা ভরিয়ে তুলেছিলাম কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভির এই আর্ট গ্যালারি।  প্রত্যেকটা গান তৈরি হয় ভাবনা নিয়ে। সেই ভাবনাকেই আমি বিস্তারিতভাবে ছড়িয়ে দিতে চেয়েছি সবার মধ্যে। সেগুলোই বিস্তারিতভাবে ধরা পড়েছে। এটা আমার তরফ থেকে কলকাতাকে একটি উপহার।'                                                       


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirsendu Mukherjee) সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), চূর্ণি গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), সোহিনী সরকার (Sohini Sarkar), ইমন চক্রবর্তী (Iman Chakraborty), সুজয়প্রসাদ (Sujoy Prashad) ও অন্যান্যরা।


আরও পড়ুন: Zeenat Aman: বিদেশে গেলেও খোঁজেন ডাল-ভাত, খিচুড়ি সবচেয়ে প্রিয় খাবার জিনাত আমনের