অনুপম লিখেছেন, তাঁর বাবা সিমলার বন বিভাগে ক্লার্কের কাজ করতেন। ফলে তাঁদের গোটা জীবন কেটেছে সরকারি কোয়ার্টার আর ভাড়া বাড়িতে। কিন্তু ইচ্ছে থাকলেও এখানে এতদিন বাড়ি কিনতে পারেননি তিনি।
এতদিনে সফল হয়েছে স্বপ্ন। ছোট একটি বাড়ি কিনে মাকে উপহার দিয়েছেন তিনি। আনন্দে কেঁদে ফেলেন তাঁর মা। তিনি বলেন, তাঁর জীবনে এটাই সবথেকে সুন্দর উপহার। বাবা আজ বেঁচে থাকলে কত খুশি হতেন তিনি।
সিমলার কাশ্মীরী পণ্ডিত পরিবারে ১৯৫৫ সালে অনুপম খেরের জন্ম হয়।