সিমলার কাশ্মীরী পণ্ডিত পরিবারে ১৯৫৫ সালে অনুপম খেরের জন্ম হয়। মাকে সিমলায় বাড়ি উপহার দিলেন অনুপম খের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2017 12:14 PM (IST)
সিমলা: হিমাচলপ্রদেশের সিমলায় মাকে একটি বাড়ি উপহার দিলেন অনুপম খের। প্রখ্যাত এই অভিনেতা টুইটারে জানিয়েছেন, বরাবর তাঁর ইচ্ছে ছিল, সিমলায় বাড়ি কেনার, কারণ ছোটবেলাটা এখানেই কাটিয়েছেন তিনি। অনুপম লিখেছেন, তাঁর বাবা সিমলার বন বিভাগে ক্লার্কের কাজ করতেন। ফলে তাঁদের গোটা জীবন কেটেছে সরকারি কোয়ার্টার আর ভাড়া বাড়িতে। কিন্তু ইচ্ছে থাকলেও এখানে এতদিন বাড়ি কিনতে পারেননি তিনি। এতদিনে সফল হয়েছে স্বপ্ন। ছোট একটি বাড়ি কিনে মাকে উপহার দিয়েছেন তিনি। আনন্দে কেঁদে ফেলেন তাঁর মা। তিনি বলেন, তাঁর জীবনে এটাই সবথেকে সুন্দর উপহার। বাবা আজ বেঁচে থাকলে কত খুশি হতেন তিনি।