মুম্বই: বিমানে হঠাৎ অভ্যর্থনা অনুপম খেরকে (Anupam Kher Welcome In Flight)। গোটা পর্বের ভিডিও নিজেই ইনস্টাগ্রামে (Insta Post) পোস্ট করেন বিশিষ্ট অভিনেতা। আর তার কিছুক্ষণের মধ্যেই সেটি ৭৭ হাজার লাইক পেয়ে যায়।  উৎসাহের জোয়ার অনুপম-ভক্তদের মধ্যে। বিমানে এমন অভ্যর্থনা কজন পান?


কী ঘটেছিল?
'ইন্ডিগো'-র উড়ানে করে বেঙ্গালুরু যাচ্ছিলেন প্রবীণ অভিনেতা। হঠাৎ প্যাসেঞ্জার অ্যাড্রেস সিস্টেমে বিমানসেবিকার ঘোষণা। বললেন, 'যাত্রীদের প্রত্যেককে নিজেদের আসনের সামনে দাঁড়িয়ে পড়তে অনুরোধ করা হচ্ছে। সকলকে নিয়েই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম খের। হিন্দি ছবিতে ওঁর অবদানের জন্য অভিবাদন জানাই।' এর পরই আসন ছেড়ে উঠে আসতে দেখা যায় প্রবীণ অভিনেতাকে। মুখে হাসি। স্পষ্টতই আপ্লুত তিনি। পরে প্যাসেঞ্জার অ্যাড্রেস সিস্টেমেই বলেন, 'আমাকে যে ভাবে স্বাগত জানানো হল, তা সত্যিই মন ছুঁয়ে গিয়েছে। বেঙ্গালুরুর এই উড়ানে আমাকে এত সম্মান দিয়ে আলাপ করিয়ে দেওয়ার জন্য ক্যাপ্টেন, বিমানকর্মী ও আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।  সকলের জন্য অনেক শুভকামনা রইল। জয় হিন্দ।' তাঁর কথা শেষ হতেই হাততালির শব্দ কার্যত ফেটে পড়ে বিমানের মধ্যে।


 



 


আর কী?
দ্বিতীয় এক বিমানসেবিকা আবার একটি হাতে লেখা নোটও দিয়েছেন এই অভিনেতাকে। লেখা, 'আমাদের সঙ্গে যাত্রা করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। আপনি অত্যন্ত সহজ-সরল ও উদার এক জন মানুষ। আপনাকে বিমানে দেখতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আবার যেন দেখা হয়।' ক্যাপ্টেন থেকে বিমানকর্মীদের প্রত্যেকের নাম ছিল সেই নোটে। প্রবীণ অভিনেতা সেই নোটটিরও ছবি দেন ইনস্টাগ্রামে। তাঁর পোস্ট করা ভিডিও এবং ছবির সঙ্গে ক্যাপশনে অনুপম লেখেন, 'আমার পরিশ্রমকে সম্মান জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। আমি সত্যিই মুগ্ধ।' উত্তর দিতে দেরি করেনি ইন্ডিগো-ও। তাদের তরফে লেখা আসে, '...আপনার মতো একজন কিংবদন্তী অভিনেতাকে আমাদের বিমানে পাওয়াটাই সৌভাগ্যের। চলচ্চিত্রে আপনার অবদান আমাদের সকলকে অনুপ্রেরণা জোগায়। আপনার বার্তা নিশ্চয়ই আমাদের কর্মীদের কাছে পৌঁছে দেব।' অভিনেতার এমন পোস্টে কমেন্টের বন্যা বয়েছে। কেউ কেউ লিখেছেন, অতীতেও অনুপম খেরের সঙ্গে বিমান-সফর করেছিলেন। আবার অন্যরা বিশিষ্ট অভিনেতার এই পোস্ট দেখে আপ্লুত। লিখেছেন, 'মাটির কাছের মানুষ।' সব মিলিয়ে তোলপাড়।


আরও পড়ুন:শহিদ মিনারে অভিষেকের সভায় শর্তসাপেক্ষে ছাড়পত্র আদালতের