মুম্বই: বচ্চন পরিবারে করোনা হানার খবর আসার পর-পরই জানা যায়, করোনা আক্রান্ত অনুপম খেরের মা, ভাই, ভাইয়ের স্ত্রী এবং ভাইজি। রবিবার নিজেই এই কথা জানান অভিনেতা। অনুপমের মা দুলারি এখন ভর্তি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। তাঁকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন তিনি। ট্যুইটারে ভিডিও পোস্ট করে জানিয়েছেন অনুপম।




তিনি বলেন, তাঁর মা, ভাই, ভাইয়ের স্ত্রী এবং ভাইজি করোনায় আক্রান্ত। অনুপম এবং তাঁর ভাইপো-র রিপোর্ট নেগেটিভ এসেছে। ভাই, ভাইয়ের স্ত্রী এবং ভাইজি হোম কোয়ারেন্টিনে চিকিত্‍সকের পরামর্শ মেনে চলছেন। একথা জানিয়ে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন অনুপম।