নয়াদিল্লি: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডলে একটি বিরল ছবি পোস্ট করলেন অনুপম খের (Anupam Kher)। কার কার দেখা মিলল সেখানে? 


অদেখা ছবি পোস্ট অনুপম খেরের


সম্প্রতি একটি অদেখা ছবি পোস্ট করলেন প্রবীণ অভিনেতা অনুপম খের। সেখানে অভিনেতার সঙ্গে দেখা গেল প্রয়াত অভিনেতা ঋষি কপূর (Rishi Kapoor) ও প্রয়াত পরিচালক যশ চোপড়াকে (Yash Chopra)। 


মজার ছবিতে দেখা গেল কেবল ঋষি কপূর ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। অন্যদিকে অনুপম খের ও যশ চোপড়া নজর রেখেছেন খাবারের দিকে। 


এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'একটি ছবি হাজার শব্দের সমান, কিন্তু স্মৃতি অমূল্য! আমার বন্ধুদের মিস করি।' হ্যাশট্যাগে লেখেন, 'ফুডিজ'। 


অনেক অনুরাগীর মতে এই ছবিটি ১৯৮৯ সালে মুক্তি প্রাপ্ত 'চাঁদনি' ছবির সময়ের। যদিও হ্যাশট্যাগে তারিখও উল্লেখ করেছেন অভিনেতা, ২ ডিসেম্বর, ১৯৮৮। যশ চোপড়া পরিচালিত এই ছবিতে ঋষি কপূরকে মূল চরিত্রে দেখা যায়। সঙ্গে ছিলেন বিনোদ খন্না ও অনুপম খের। 


 






অনুপম খেরের ছবিতে নস্ট্যালজিয়ায় ভাসেন অনুরাগীরাও। কেউ লেখেন, 'আমার পছন্দের মানুষেরা এক ফ্রেমে।' কেউ লেখেন, 'আপনারা একটি দুর্দান্ত জীবন যাপন করেছেন যা সেরা স্মৃতি এবং অভিজ্ঞতায় পূর্ণ।'


আরও পড়ুন: Alia Bhatt Pregnancy Reactions: মা হচ্ছেন আলিয়া! নেটদুনিয়ায় শুভেচ্ছার পাশাপাশি কটাক্ষের শিকার তারকা দম্পতি


প্রসঙ্গত চলতি বছরে মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। যা বছরের অন্যতম বড় ব্লকবাস্টার। তাতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যায় অনুপম খেরকে।