নয়াদিল্লি : সোমবার ভারতের দৈনিক কোভিডের( Covid 19) সংখ্যায় ফের বড় লাফ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ভারতে সোমবার ১৭০৭৩ টি নতুন করোনভাইরাসের (Coronavirus )কেস ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২১ জন। কেরলে নতুন ৬ , মহারাষ্ট্রে ৫ , দিল্লিতে ৪, গোয়া ও পাঞ্জাবে ২ এবং জম্মু ও কাশ্মীর এবং উত্তর প্রদেশে ১ টি নতুন করোনা আক্রান্তের হদিশ মিলেছে।
স্বাস্থ্যমন্ত্রকের ( Health Ministry ) দেওয়া তথ্য অনুসারে রবিবার -
- ১৭০৭৩ টি নতুন করে কোভিড-১৯ আক্রান্তের হদিশ মিলেছে।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৫।
- ৪৫ শতাংশ বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ।
- গত ২৪ ঘণ্টায় ২১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
- দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫,২৫,০২০-এ পৌঁছেছে।
- দৈনিক পজিটিভিটির হার ৫.৬২ শতাংশ
- সাপ্তাহিক পজিটিভিটির হার ৩.৩৯ শতাংশ।
- স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে এখনও পর্যন্ত ১৯৭.১১ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।
- দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৪ হাজার ৪২০।
আরও পড়ুন :
নতুন রূপে ফিরে ফিরে আসছে সংক্রমণ, কতটা মারাত্মক হচ্ছে চতুর্থ ঢেউ?
অন্যদিকে, বাংলাতেও আবার বাড়ছে কোভিড-সংক্রমণ। রাজ্যে, ১২ দিনে, দৈনিক সংক্রমণ বেড়েছে সাত গুণের বেশি! তবে, চিকিত্সকরা বলছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে, প্রয়োজন সতর্কতার। মানতে হবে স্বাস্থ্যবিধি। দীর্ঘ তিন মাস পর, গত ১০ জুন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০০-র গণ্ডি ছাড়ায়। তারপর থেকেই হু হু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যে সেই সংখ্যাটা ছিল ৭৪৫! অর্থাত্, ১২ দিনে, বাংলায় সংক্রমণ বেড়েছে সাত গুণেরও বেশি! এই প্রেক্ষাপটে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার-সহ সুরক্ষাবিধি যথাযথ পালনের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।