মুম্বই: বর্ষীয়াণ অভিনেতা অনুপম খের (Anupam Kher) সোমবার পদার্পণ করলেন ৬৭ বছর বয়সে। আর এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজের ধারালো শরীরের ছবি।
প্রবীণ অভিনেতা বেশ কঠোর ফিটনেস (Fitness) নিয়ম অনুসরণ করে চলেন বলেই পরিচিত এবং তাঁর সাম্প্রতিক ছবিগুলি ফিটনেসের প্রতি তাঁর দৃঢ়তা এবং আবেগের প্রমাণ দেয়।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে এদিন অভিনেতা লেখেন, 'হ্যাপি বার্থডে টু মি। আজ আমি ৬৭তম বছর শুরুর মুহূর্তে নিজের এক নতুন সংস্করণ প্রকাশ করতে ও তুলে ধরতে পেরে আমি উচ্ছ্বসিত। এই ছবিগুলি গত দুই বছরে ধীর অগ্রগতির পরিচয়।'
স্মৃতির সরণি বেয়ে অভিনেতা আরও লেখেন, '৩৭ বছর আগে আপনি একজন তরুণ অভিনেতার সঙ্গে আপনারা দেখা করেছিলেন যে সবচেয়ে অপ্রচলিত উপায়ে আত্মপ্রকাশ করে এবং ৬৫ বছর বয়সী একজন ব্যক্তির চরিত্রে অভিনয় করে। আমার কর্মজীবন জুড়ে আমি একজন পারফর্মার হিসাবে প্রতিটি একক পথ অন্বেষণ করার চেষ্টা করেছি। তবে একটা স্বপ্ন আমার মধ্যে সবসময়ই ছিল, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দিতে কখনও কিছু করিনি। স্বপ্ন ছিল আমার ফিটনেসকে গুরুত্ব দেওয়া এবং নিজেকে নিজের সেরা সংস্করণ তৈরি করা।'
এরপর নিজের ফিটনেস যাত্রার কথা লিখে জানান অভিনেতা। তিনি লেখেন, 'আমি আমার ভাল দিন ও খারাপ দিনের কথা শেয়ার করব। আশা করি এক বছর পর, এক নতুন 'আমি'কে পালন করব, একসঙ্গে। উইশ মি লাক!'
কর্মক্ষেত্রে, অনুপম খেরকে শীঘ্রই দেখা যাবে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিতে। ১১ মার্চ মুক্তি পাচ্ছে এই ছবিটি।