অযোধ্যা: ২২ জানুয়ারি, ২০২৪, সোমবার, মহাসমারোহে উদ্বোধন হয়ে গেল অযোধ্যায় রামমন্দিরের (Ayodhya Ram Mandir)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) হাতে রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা প্রত্যক্ষ করতে গোটা দেশের অজস্র নামী ব্যক্তিত্ব আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা অনুপম খেরও (Anupam Kher)। কিন্তু ভিভিআইপি ট্রিটমেন্টে নয়, সাধারণ ভক্তদের সঙ্গে ফের একবার রামলালার দর্শন করার লোভ সামলাতে পারেননি অনুপম। ফিরে গেলেন মঙ্গলবার। পোস্ট করলেন ভিডিও, ও একটি ছোট্ট ঘটনা। 


ভক্তদের মাঝে অনুপম খের, মুখ ঢেকে পৌঁছলেন রামমন্দিরে


সোমবার উদ্বোধনের পর মঙ্গলবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় রামমন্দিরের দ্বার। রামলালার দর্শন করতে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গনে। এই সাধারণ মানুষের মধ্যে মিশেই, ভক্তদের সমুদ্রে ভেসেই ফের একবার ঐশ্বরিক অভিজ্ঞতা উপভোগ করতে মঙ্গলবার রামমন্দিরে পৌঁছন অভিনেতা অনুপম খের। সাধারণ পোশাক, মাথায় টুপি, তার ওপর দিয়ে গোটা মুখ ঢাকা মাফলারে। যাতে সাধারণ মানুষ চিনতে না পারেন। 


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। সেখানে দেখা যায় ভক্তদের সমুদ্র মন্দিরের অন্দরে। মুহুর্মুহু উঠছে 'জয় শ্রী রাম' ধ্বনি। ঝলক মেলে সুসজ্জিত রামমন্দিরের অন্দরের। ভিডিওর একেবারে শেষ মুহূর্তে নিজের 'ঢাকা' মুখ দেখার অভিনেতা। ক্যাপশনে লেখেন, 'দয়া করে শেষ পর্যন্ত দেখবেন: কাল আমি আমন্ত্রিত অতিথি হয়ে রামমন্দির গিয়েছিলাম। কিন্তু আজ সকলের সঙ্গে চুপচাপ মন্দির যেতে ইচ্ছা করল। ভক্তির এমন সমুদ্র চাক্ষুষ করতে পারলাম যে হৃদয় ভরে উঠল। রামজিকে দেখার উৎসাহ ও ভক্তিভাব দেখতেই মন ভরছিল। যখন আমি বেরোতে যাচ্ছি তখন এক ভক্ত কানে এসে হালকা করে বললেন, 'দাদা, মুখ ঢেকে কোনও লাভ নেই! রামলালা ঠিকই চিনে ফেলেছেন!' জয় শ্রী রাম।' সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা একপ্রকার বিফলেই যায় অভিনেতার। তবে এই সফর তিনি যে বেশ উপভোগ করেছেন তা বলাই বাহুল্য। 


 






আরও পড়ুন: Aamir Khan: মর্মান্তিক! দুর্ঘটনায় কাছের বন্ধুর মেয়ের মৃত্যু, তড়িঘড়ি কচ্ছ পৌঁছলেন আমির খান


প্রবল ভিড়, বিশৃঙ্খলা, অবরুদ্ধ অযোধ্যার রাস্তা


অন্যদিকে গতকাল উদ্বোধনের পর আজ সকাল থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দির চত্বর। কিন্তু ভিড়ের চাপে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অযোধ্যার প্রায় সব রাস্তাই অবরুদ্ধ হয়ে কার্যত বন্ধ হয়ে যায় যান চলাচল। একটামাত্র দড়ি নিয়ে মন্দির চত্বরে জনস্রোত সামলাতে হিমশিম খেতে দেখা যায় পুলিশকে। আজ থেকে ফের অযোধ্যায় ট্রেন চালু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ আসছেন রামলালার দর্শনে। রাত ৩টে থেকে মন্দিরের গেটে ভিড়। সকালে গেট খুলতেই হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করেন দর্শনার্থীরা। ভিড় সামলানোর পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।