কলকাতা: রাজ্য জুড়ে, দেশ জুড়ে, প্রত্যেকের মুখে মুখে ফিরছি আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকককে ধর্ষণ ও খুনের ঘটনা। কিছুতেই যেন ভোলা যাচ্ছে না। বারে বারে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত মানুষেরা, থিয়েটারের কর্মীরা ও চিকিৎসকেরা। আন্দোলনের রেশ এসে ছুঁয়ে গিয়েছে সঙ্গীত জগৎকেও। প্রত্যেকেই প্রায় প্রতিবাদ করেছেন নিজের নিজের মতো করে।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অনুপম রায় (Anupam Roy)। সেখানে তিনি লিখেছেন, 'স্বপ্নদীপের মৃত্যুর এক বছর হয়ে গিয়েছে। দোষী কে, চিহ্নিত করা যায়নি। (নির্যাতিতার নাম) মর্মান্তিক চলে যাওয়ার ১০ দিন হতে চলল। প্রচুর বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, কিন্তু বিচার? আদৌ পাওয়া যাবে কি?' নিজের এক্স অ্যাকাউন্ট থেকে আজ এই পোস্টটি করেছেন অনুপম।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় স্বনামে কোনও অ্যাকাউন্ট ব্যবহার করেন না অরিজিৎ সিংহ। ফেসবুক ও ইনস্টাগ্রামে তাঁর ভেরিফায়েড পেজ রয়েছে কেবল। তবে অনেকেই জানেন না, এক্স-এ অরিজিতের নিজস্ব একটি অ্যাকাউন্ট রয়েছে, 'হু অ্যাম আই' বলে। সেই অ্যাকাউন্ট থেকে কখনও সখনও কিছু পোস্ট করেন অরিজিৎ। সেখানেই তাঁর লেখায় উঠে এসেছে নারী-সুরক্ষার কথা। অরিজিতের কথায়, 'আমরা মেয়েদের শারীরিকভাবে বলীয়ান করে তোলাটাকে আমাদের সংস্কৃতির মধ্যে আনতে পারি। আমরা মেয়েদের শারীরিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ দিতেই পারে যাতে তাঁরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে আর কেউ যেন অন্য কিছু ভাবার সাহসও না করে। যেমন শুধুমাত্র মেয়েদের জন্য মার্শাল আর্ট, তাইকোন্ড, মহিলা সেনাদের জন্য যে বিশেষ প্রশিক্ষণ থাকে তার অংশবিশেষের ক্লাস শুরু করা যেতে পারে। এটা একেবারে প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠতে হবে। আমাদের শিক্ষা নিতে হবে, তৈরি থাকতে হবে। এই যুগে কাউকে বিশ্বাস করতে পারছি না।' অরিজিৎ সিংহ একটি ইন্সটিটিউসন খোলার কথাও বলেছেন যেখানে কোনও বয়সের সীমাবদ্ধতা থাকবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।