কলকাতা: তাঁর কন্ঠেই 'বেলাশুরু'-র প্রথম গান শুনেছিলেন দর্শকেরা। দিনটা ছিল তাঁর জন্মদিন। সেই দিনটাতেই দর্শকদের 'সোহাগে আদরে' বেঁধেছিলেন অনুপম রায় (Anupam Roy)। সৌজন্যে 'বেলাশুরু'। ২৫ দিন পার করে এখনও দর্শকদের মনে দাগ কাটছে সেই গান। পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আর স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) রসায়ন, আর কী যেন মায়া আছে 'সোহাগে আদরে'-তে।
কোভিডের সময়ে দীর্ঘদিন আটকে পড়েছিল অনুপমের একাধিক কাজ। তারপরে 'বেলাশুরু'-র সাফল্য কতটা প্রাপ্তি অনুপমের কাছে? সঙ্গীতশিল্পী বলছেন, 'প্রথম থেকেই এই ছবিটা নিয়ে দর্শকদের মধ্যে একটা উন্মদনা ছিল। তারপরে একের পর এক গান মুক্তি পেয়েছে। শেষে গোটা ছবিটা যখন মুক্তি পেল, দর্শকদের আবার নতুন করে ছুঁয়ে গেল ছবির গানগুলো। মানুষের এই ভালোবাসা ভালোই লাগে।'
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন মঞ্চে অনুষ্ঠান বন্ধ ছিল। এখন সব স্বাভাবিক। একজন শিল্পী হিসেবে এটা কতটা ভালোলাগার? অনুপম বলছেন, 'আমরা গান বানাই শ্রোতাদের জন্যই। ২ বছর মঞ্চ না পেয়ে, ঘরে বন্দি হয়ে ভীষণ অদ্ভূত লাগত। এখন আবার সব স্বাভাবিক হচ্ছে। এত মানুষ ভিড় করে গান শুনতে আসছেন.. হাততালির আওয়াজ। ওই আওয়াজটা পেলে মনে হয়, এটার জন্য়ই তো সবকিছু।'
আরও পড়ুন: Alivia Sarkar Exclusive: অচেনা নম্বর থেকে ফোন, অঞ্জন দত্তের গলা শুনে বাকরুদ্ধ অলিভিয়া!
'বেলাশুরু' বড়পর্দায় পুরোটা দেখার সুযোগ হয়েছিল? অনুপম বলছেন, 'প্রিমিয়ারে দেখেছি। আমায় খুব আবেগতাড়িত করেছিল। এত উচ্ছাস.. গান মুক্তি.. ছবি মুক্তি নিয়ে.. অথচ যে মানুষগুলোকে উদযাপন করছেন সবাই, তাঁরাই আজ আমাদের মধ্যে নেই। খুব মনখারাপ হয়েছে। কিন্তু সেইসঙ্গে একটা ভালোলাগাও কাজ করেছে যে এভাবেই শিল্পীরা চলে গেলেও অমর হয়ে থেকে যায় শিল্প।
ছবি শেষ হয়ে থাকার পরে কথা হয়েছিল স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) সঙ্গে? অনুপম বলছেন, 'নাহ। সম্ভব হয়নি। সেটা আমাদের দুর্ভাগ্য।'