নয়াদিল্লি: তাঁর কণ্ঠে মজেন বাঙালি শ্রোতারা। কেবল কি কণ্ঠ? তাঁর লেখা বাংলা গান সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বাঙালির রোজের জীবনযাপনের সঙ্গে সহজেই একাত্ম হয়ে যায় তাঁর লেখা গান। তিনি সঙ্গীত পরিচালক অনুপম রায় (Anupam Roy)। আর এই বাংলা ভাষায় দখল তিনি যাঁর সৌজন্যে করতে পেরেছিলেন তিনি আর কেউ নন, শিল্পীর মা। আজ তাঁর জন্মদিনে প্রকাশ্যে আনলেন এক অদেখা ছোটবেলার ছবি (Anupam Roy Mother Birthday)। কী লিখলেন ক্যাপশনে?


মায়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা অনুপম রায়ের


বাড়ির বাগানে দাঁড়িয়ে তোলা বহু পুরনো একটি ছবি। খুদে অনুপম রায়, তাঁকে পিছন থেকে আগলে রেখেছেন মা। ছেলেও হাত ঘুরিয়ে জড়িয়ে আছেন মাকে। ছবি আধুনিক যুগের মতো আর ঝকঝকে না থাকলেও শিল্পীর স্মৃতিতে যে এই মুহূর্ত বেশ টাটকা তা বলাই বাহুল্য। 


মা মধুরিতা রায়ের জন্মদিনে এই ছবি পোস্ট করে অনুপম লেখেন, 'আমাকে বাংলা ভাষা ভালবাসতে শিখিয়েছে মা। সাহিত্য ও সঙ্গীতকে আঁকড়ে বেঁচে থাকার শিক্ষাও মায়ের থেকেই। শুভ জন্মদিন মা।' মা-ছেলের এই মিষ্টি ছবিতে অনেকেই ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন শিল্পীর মাকে। নীলাঞ্জনা সেনগুপ্ত লেখেন, 'জন্মদিনের শুভেচ্ছা'। অপর এক অনুপম-অনুরাগী লেখেন, 'ধন্যবাদ আন্টি। আপনার জন্য একজন অনুপম রায় পেয়েছে বাঙালিরা।' অপর একজন লেখেন, 'প্রণাম এই রত্নগর্ভা মাকে।' 


 






বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির সঙ্গীত শিল্পীদের অন্যতম অনুপম রায়। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর সঙ্গীতের প্রতি আগ্রহ, ভালবাসা সবটাই মায়ের জন্য। গানের শিক্ষায় হাতেখড়ি তাঁর হয় মায়ের সৌজন্যেই। 'আমাকে আমার মত থাকতে দাও' বা হালের 'বাউন্ডুলে ঘুড়ি', সর্বত্রই অনুপম-জাদু ছড়িয়ে পড়েছে। তিনি কাজ করেছেন বলিউডেও। 


আরও পড়ুন: Anupam Roy: অরিজিতের বাড়িতে হঠাৎ অনুপম, নিছক আড্ডা নাকি নতুন কাজের পরিকল্পনা?


অন্যদিকে বৃহস্পতিবার যখন মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন শিল্পী, ঠিক তার আগেরদিনও তাঁর করা অপর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। শিল্পীর সঙ্গে দেখা যায় তারকা গায়ক অনুপম রায়কে। এই ব্যাপারে এবিপি লাইভকে অনুপম রায় জানান যে মুর্শিদাবাদে শো করতে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করে আসেন তাঁরা। কাজ নিয়ে কোনও কথা হয়নি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।