কলকাতা: পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty)-র বিয়ের প্রসঙ্গতে মানুষ বারে বারে জড়িয়ে ফেলেছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় কখনও সমবেদনার বন্যা, কখনও কটাক্ষ.. অনুপম রায়ের (Anupam Roy) সঙ্গী হয়েছে সবকিছুই। কিন্তু এই সমস্ত কিছু কি আদৌ চেয়েছিলেন তিনি? সংবাদমাধ্যমের কাছে বারে বারে বিরত থেকেছেন প্রতিক্রিয়া দিতে, মন্তব্য করেননি সোশ্যাল মিডিয়াতেও। আজ, 'প্রাক্তন'-এর নতুন জীবন শুরুর পরে, সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করলেন তিনি। সমুদ্রের ধারে, বাবা-মায়ের সঙ্গে। ঘুরতে গিয়েছেন সঙ্গীতশিল্পী আর সেখান থেকেই এই পোস্ট।
পর্দায় প্লে-ব্যাকের পাশাপাশি, অনুপমের নিজস্ব অ্যালবামও ভীষণ জনপ্রিয়। পুজোর সময় মুক্তি পাওয়া ছবি 'দশম অবতার'-এ তাঁর গান ভীষণ জনপ্রিয় হয়েছে। পুজোর রেশ কাটলেও দর্শকদের মুখে মুখে ফিরছে 'বাউন্ডুলে ঘুড়ি' বা 'আমি সেই মানুষটা আর নেই'। পুজোর সময় বিদেশ সফরে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী। আর সেখান থেকে ফিরে এসেই পুরোদমে শো শুরু করেছেন তিনি। তবে সেই সমস্ত ব্যস্ততা থেকে সামান্য বিরতি নিয়েই বাবা-মাকে নিয়ে ভাইজ্যাক ঘুরতে গিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে নিয়েছেন অনুপম। সমুদ্রের ধারে, পড়ন্ত রোদে, বালি আর জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে অনুপম, সঙ্গে বাবা-মা। মায়ের কাঁধে হাত দিয়ে রয়েছেন সঙ্গীতশিল্পী। ক্য়াপশনে তিনি লিখেছেন, 'সমুদ্রের সঙ্গে কিছু কথা।'
অনুপমের সদ্য পোস্ট করা ছবিতে কমেন্টের বন্যা। কেউ তাঁকে সান্তনা দিয়েছেন, কেউ আবার বলেছেন, বাবা-মায়ের ভালবাসা অকৃত্রিম। অনেকেই শিল্পীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর আগামী জীবন ও কাজের জন্য। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মন্তব্য... এই সমস্ত কিছুর থেকে দূরে থাকতেই কী ইট-কাঠ পাথরের শহর থেকে সাময়িক ছুটি নিলেন অনুপম? সেই উত্তর অবশ্য জানেন একমাত্র গায়কেই।
পরমব্রতর স্ত্রী পিয়া অনুপমের প্রাক্তন স্ত্রী। ২০১৫ সালে, দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অনুপম। মাত্র ৬ বছর পরেই, হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ায় অনুপম আর পিয়ার বিচ্ছেদের পোস্ট। ২০২১ সালের ১১ নভেম্বরের সেই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিবাহবিচ্ছেদের সেই পোস্ট জুড়ে কানাঘুষো শুরু হয়ে যায় টলিপাড়ায়। শোনা যায়, এক নায়কের সঙ্গে সম্পর্ক রয়েছে পিয়ার আর সেই জেরেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত। তবে সেই সময়ে এই বিষয়ে মুখ খোলেননি অনুপম বা পিয়া কেউই। তবে পিয়া ও পরমব্রতর বিয়ের খবর ফের উস্কে দিয়েছে ত্রিকোণ প্রেমের এক গল্প।
তবে অনুপম স্বভাবসিদ্ধ শান্ত.. স্থির। গুঞ্জন, চর্চা... সব কিছুর থেকে দূরে আপাতত সমুদ্রের সঙ্গে কথা বলাতেই স্বচ্ছন্দ্য তিনি।
আরও পড়ুন: Sam bahadur Review: ভিকির অভিনয়েই ছবির প্রাণ, 'শ্যাম বাহাদুর'-এ ঘাটতি রইল কোথায় কোথায়?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।