কলকাতা: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের বিরুদ্ধেও এফআইআর। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। প্রথম এফআইআরে নাম থাকা ১১ বিধায়কের মধ্যে নাম রয়েছে। তাঁর দাবি, 'আমি বিজেপির ধর্নায় ছিলাম না, তৃণমূলের ধর্নায় ছিলাম। স্পিকারের সঙ্গে কথা হয়েছে, হয়ত ভুলবশত এফআইআরে নাম উঠেছে।’


কী জানালেন বিধায়ক? 


এনিয়ে সুমন কাঞ্জিলাল বলেন, “এটা আপনাদের কাছ থেকে শুনতে পেয়েছি, ২৯ তারিখ মূর্তির পাদদেশে উপস্থিত ছিলাম। সেখানে মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। আমাদের একটাই বিষয় ছিল বাংলা জুড়ে রাজনীতির উর্ধ্বে ১০০ দিনের কাজ করে পাননি। আমার আলিপুরদুয়ারেও অনেকে জব কার্ড আছে, তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আমি তৃণমূলের ধর্না মঞ্চে ছিলাম, কীভাবে যুক্ত হলাম জানি না। সেটা আমি জানি না, হয়ত ক্ল্যারিকাল মিস্টেক হয়েছে। হয়ত ভুলবশত হয়ে থাকতে পারে, এটা নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে।’’


ঘটনা কী? 


কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, মঙ্গলবার থেকে বিধানসভায় অম্বেডকরের মূর্তির পাদদেশে ৩ দিনের অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল বিধায়করা। সামিল হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। পাল্টা বিজেপির কর্মসূচিতে, তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। একে অন্যকে উদ্দেশে করে দিতে থাকে চোর চোর স্লোগান। এরই মধ্যে, তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, বুধ ও বৃহস্পতিবার তাদের বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন পাল্টা স্লোগান দিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে বিজেপি। এরপরই বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। যার প্রেক্ষিতে পরপর দু'দিন দু'টি FIR দায়ের হল হেয়ার স্ট্রিট থানায়। প্রথম দফায় ১১ জন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যার মধ্যে নাম রয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের। যদিও তাঁর দাবি, তিনি তৃণমূলের ধর্নাতেই ছিলেন। 


এদিকে প্রথম FIR-এর ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানা থেকে তদন্তভার গেলে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখায়। আগামী সোমবার ৫জন বিজেপি বিধায়ককে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। সেই ৫জন হলেন, বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ও মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, শিলিগুড়ির শঙ্কর ঘোষ, ফালাকাটার দীপক বর্মন, এবং পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্য়ায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: WB Assembly: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, আরও ৭ বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের