কলকাতা: নতুন ছবির ঘোষণা করলেন অনুরাগ বসু (Anurag Basu)। আগামী বছর, ২৯ মার্চ মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'মেট্রো... ইন দিনো' (Metro..In Dino)। আদিত্য কাপূর (Aditya Roy Kapur), সারা আলি খান (Sara Ali Khan), নীনা গুপ্তা (Neena Gupta), পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), অনুপম খের (Anupam Kher), আলি ফজল (Ali Fazal), কঙ্গনা সেন শর্মা (Konkana Sen Sharma), ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh) সহ আরও অভিনেতা অভিনেত্রীরা। সোশ্যাল মিডিয়ায় আজই ছবি মুক্তির নতুন দিনের কথা ঘোষণা করেছেন পরিচালক থেকে শুরু করে কলাকুশলীরা।
এই ছবির শ্যুটিং করতে গত বছর নিজের গোটা টিমকে নিয়ে কলকাতাতেও এসেছিলেন পরিচালক। কলকাতার বিভিন্ন রাস্তায় ও একাধিক লোকেসনে শ্যুটিং হয়েছিল এই ছবির। অনুরাগীদের মধ্যে আগ্রহ রয়েছে এই মাল্টিস্টারার ছবিকে নিয়ে। এর আগে, 'লাইফ ইন আ মেট্রো' (Life in a metro) ছবিটি মন জয় করেছিলেন হাজার হাজার অনুরাগীর। নতুন এই ছবির নামেও রয়েছে আগের সেই ছবির গান ও নামের ছোঁয়া।
এই ছবি নিয়ে আরও একটি বিশেষ আগ্রহ রয়েছে বাঙালি দর্শকদের। কেবল কলকাতায় শ্যুটিং নয়, বলিউডের এই সব তাবড় অভিনেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ছবিতে কাজ করেছেন বাংলার দুই নায়ক নায়িকা। শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও দর্শনা বণিক (Darshana Banik)। এর আগে অবশ্য বলিউডে দাপিয়ে কাজ করে চলেছেন শাশ্বত। এখন করছেন। দর্শনাও এর আগে বলিউডে একাধিক কাজ করেছেন। তাঁর প্রথম কাজ ছিল Dybbuk। ইমরান হাশমির সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এরপরে, তিনি কাজ করেছিলেন Notary-তে।এটি তাঁর বলিউডে দ্বিতীয় কাজ। এই ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। 'মেট্রো...ইন দিনো' দর্শনার তৃতীয় কাজ এবং নিঃসন্দেহে একটা বড় সুযোগ। দর্শনা জানিয়েছিলেন, Dybbuk-এ তাঁর কাজ দেখেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন অনুরাগ বসু।
এই ছবিতে কাজ করার পরে এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছিলেন দর্শনা। তাঁর কাজ দেখে মুম্বই থেকে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন পরিচালক অনুরাগ বসু ও তানি বসু। তার পরে অডিশন, স্ক্রিন টেস্ট, ছবিতে সুযোগ.. গোটাটাই যেন এখনও স্বপ্নের মতো মনে হয় দর্শনা বণিকের কাছে। অভিনেত্রী বলেছিলেন, 'প্রথমে আমার কাছে একটা মেসেজ আসে, তারপরে ফোন। অনুরাগ বসু আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। কোনও প্রত্যাশা ছাড়াই দেখা করতে গিয়েছিলাম ওঁর সঙ্গে। কেবল ওঁর কাজ ভাল লাগে বলে। আমায় কিছু সংলাপ বলে শোনাতে বলেছিলেন, তারপরে স্ক্রিন টেস্ট। ছবিতে সুযোগ পাওয়ার পরে মনে হয়েছিল, নিজের যোগ্যতাতেই কাজটা পেয়েছি। এটা আমার কাছে ভীষণ তৃপ্তির।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial