মুম্বইবলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সম্প্রতি যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। 'ব্ল্যাক ফ্রাইডে' অভিনেত্রীর দাবি, অনুরাগ তাঁর সামনে জামাকাপড় খুলে ফেলেছিলেন এবং তাঁর ওপর জোর ফলিয়েছিলেন। গত ২২ সেপ্টেম্বর মুম্বইয়ের ভারসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পায়েল।


সমস্ত অভিযোগ পরিচালক অস্বীকার করলেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় ভারসোভা থানায়। গতকাল তাঁকে আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদের পর অনুরাগের আইনজীবী প্রিয়ঙ্কা খিমানি একটি বিবৃতি জারি করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, পায়েল ঘোষের অভিযোগ,  আমার ক্লায়েন্ট অনুরাগ ২০১৩-র অগাস্টে পায়েলকে ডেকে পাঠান এবং যৌন নিগ্রহ করেন।  আমার ক্লায়েন্ট ১ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের কাছে হাজির হন। অনুরাগ সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং পুলিশের কাছে বয়ান দিয়েছেন।  যে সব তথ্যপ্রমাণ অনুরাগ তাঁর বয়ানের সপক্ষে দিয়েছেন, তার থেকে স্পষ্ট যে, তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ একেবারেই মিথ্যে। অনুরাগ যে নথিপত্র দিয়েছেন, তাতে প্রমাণ দিয়েছেন যে, ২০১৩-র পুরো অগাস্ট মাসই তিনি তাঁর একটি সিনেমার শ্যুটিংয়ের জন্য শ্রীলঙ্কাতে ছিলেন।

আইনজীবীর বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, পায়েলের আচমকা ও বিলম্বিত অভিযোগ সর্বসমক্ষে প্রকাশ করা হয়েছে, অনুরাগের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে। অনুরাগ আত্মবিশ্বাসী যে, তিনি অভিযোগের অসারতা প্রমাণ করতে পেরেছেন।

পায়েল ঘোষ তদন্ত প্রক্রিয়া চলাকালে তাঁর বয়ান ফের বদলাতে পারেন বলেও অনুরাগের আইনজীবীর বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে মিথ্যে ও বেপরোয়া অভিযোগে অনুরাগ মর্মাহত। কারণ, এই অভিযোগ তাঁর পরিবার, অনুরাগীদের কাছেও খুবই বিড়ম্বনার সামিল। এ ব্যাপারে অনুরাগ সমস্ত আইনি উপায় অবলম্বন করবেন বলেও আইনজীবীর বিবৃতিতে জানানো হয়েছে।