মুম্বই: দর্শকদের মন ছুঁয়েছে তো বটেই, বলিউডেও প্রশংসিত 'পাঠান' (Pathaan)। শাহরুখ খান (Shah Rukh Khan)-এর নতুন ছবির প্রশংসায় পঞ্চমুখ অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)। ৪ বছর পরে শাহরুখের পর্দায় ফেরাকে যখন উদযাপন করছে গোটা দেশ, তখন কিং খানের সুখ্যাতি শোনা গেল অনুরাগের গলায়।                                                                                                                   


'পাঠান' দেখার পরে অনুরাগ বলছেন, 'শাহরুখ খানকে এত সুন্দর, এত অপূর্ব আগে কখনও লাগেনি। আমি ওকে দেখতে এসেছিলাম, আমার মন ভাল হয়ে গিয়েছে। আর এত ভয়ঙ্কর অ্যাকশন শাহরুখ নিজের কেরিয়ারে এই প্রথমবার করল। আমার তো মনে হয় না এই ধরনের অ্যাকশন ও আর করেছে। এই ছবিটার জন্য শরীরচর্চা করে শাহরুখ যে শারীরিক গঠন তৈরি করেছে, সেটা প্রশংসনীয়।


ইন্ডাস্ট্রির আশা, 'পাঠান' প্রথম সপ্তাহেই ৪০ কোটির ব্যবসা করবে। মুক্তির প্রথম দিনের সন্ধে পর্যন্ত 'পাঠান'-এর বক্স অফিস কালেকশন পেরিয়েছে ২৫ কোটি। পাঠান'-এর প্রথম দিনের আয়ের হিসেব দিয়েছেন ট্রেন্ড অ্যানালিটিক্স তরণ আদর্শ। গতকাল অর্থাৎ মুক্তির প্রথম দিন রাত সাড়ে আটটা পর্যন্ত আয়ের হিসেব করলে ইতিমধ্যেই ২৫ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। এর মধ্যে পিভিআর থেকে আয় হয়েছে ১১ কোটির কিছু বেশি, আইনক্স থেকে আয় হয়েছে প্রায় ৯ কোটি। সিনেপলিস থেকে আয় হয়েছে প্রায় ৫ কোটি। প্রথমদিন হিসেবে দুর্দান্ত আয় হয়েছে বলেই দাবি তরণ আদর্শের।                                                                               


আরও পড়ুন: Rahul-Athiya Wedding: রাহুল-আথিয়ার বিয়ের অদেখা ছবি পোস্ট ভাই অহনের


২০১৮ সালের পরে ২০২৩-এর প্রথমে মুক্তি পেয়েছে 'পাঠান'। ইতিমধ্যেই হিন্দি ও তামিল, তেলুগু ভাষায় ৮০০০-এর ও বেশি হলে চলছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham), সলমন খান (Salman Khan) অভিনীত 'পাঠান'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলবে এই ছবি। ছবির অগ্রিম বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে যায়। তারই মাঝে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে লেখেন, 'সিঙ্গল স্ক্রিনগুলিকে পুনরুজ্জীবিত করছে পাঠান... রেকর্ড ভাঙা অ্যাডভান্স বুকিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ভারতজুড়ে অন্তত ২৫টি সিঙ্গল স্ক্রিন, যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, ফের খুলেছে 'পাঠান'-এর সঙ্গে এই সপ্তাহে।'