মুম্বই: আজ ৩২-এ পা দিলেন অনুষ্কা শর্মা। আদিত্য চোপড়ার যশ রাড ফিল্মসের ব্যানারে প্রথম 'রব নে বানা দি জোড়ি' ছবিতে বলিউডে পা রাখেন অষ্টাদশী এক অভিনেত্রী। শাহরুখের বিপরীতে এই এক ছবিতেই দর্শকদের মন জয় করে নেন 'তানি পার্টনার'। তারপর 'ব্যান্ড বাজা বারাত' থেকে শুরু করে 'সুই ধাগা', 'সুলতান' নিজের ফ্যানবেস তৈরি করতে সফল হয়েছেন অনুষ্কা শর্মা। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ঘরণী তিনি। অনুষ্কা অভিনীত সেরা দশ দেখতে পাবেন কোথায়? জেনে নিন সুলুকসন্ধান।

  • পরী- অ্যামাজন প্রাইম ভিডিও




বলি ইন্ডাস্ট্রিতে অন্যতম হরর ছবি পরী। ছবিতে অনুষ্কার বিপরীতে ছিলেন বাঙালি নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। এই ছবিটি সম্প্রতি এনেছে অ্যামাজন প্রাইম।

  • এনএইচ ১৯- জিফাইভ




এই ছবিটিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রযোজনা করেছেনও অনুষ্কা। হলিউডের ছবি থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছিল ছবিটি। একটি অনার কিলিং-এর প্রত্যক্ষদর্শী হওয়া মহিলার গল্প নিয়ে আবর্তিত হয়েছে ছবিটি।

  • ফিল্লাউরি- ডিজনি প্লাস হটস্টার




এই ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও বেশ মজার ছবিটি। একটি ভূত হঠাৎ বিবাহিত হবার পর তার সঙ্গে কী কী হয় তাকে ঘিরেই আবর্তিত হয়েছে ঘটনা।

  • সুই ধাগা- অ্যামাজন প্রাইম ভিডিও




মেকিং ইন ইন্ডিয়ার প্রেক্ষাপটে বরুণ ধবনের বিপরীতে অনুষ্কা অভিনীত এই ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল।

  • রব নে বানা দি জোড়ি- অ্যামাজন প্রাইম, সোনি এলআইভি




শাহরুখ খানের বিপরীতে অনুষ্কা শর্মা অভিনীত প্রথম ছবি এটি। বক্স অফিসে ভীষণ সাফল্য পেয়েছিল এই ছবি। একটি নাচের কম্পিটিশনকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হয়। এই ছবির পরেই জনপ্রিয়তা পান অভিনেত্রী।

  • ব্যান্ড বাজা বারাত- অ্যামাজন প্রাইম ভিডিও




রণবীর সিংহের বিপরীতে এই ছবি প্রচুর সাফল্য পায় বক্স অফিসে। দুজনে ওয়েডিং প্ল্যানারের ব্যাবসার ওঠাপড়া এবং প্রেম নিয়ে ছবির গল্প।

  • সুলতান- অ্যামাজন প্রাইম ভিডিও




একটি রেসলারের চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা এই ছবিতে। সলমনের বিপরীতে করা এই ছবি সাফল্য পেয়েছিল বক্স অফিসে।

জন্মদিনে দেখে নিন নায়িকার একগুচ্ছ ছবি।