ভারসোভায় সমুদ্র সৈকত সাফাইয়ে হাত লাগালেন অনুষ্কা
অনুষ্কা ট্যুইটারে কোলাজও পোস্ট করেছেন। এতে স্পষ্ট দেখা যাচ্ছে, এই সাফাইয়ের আগে ওই এলাকার হাল ঠিক কী রকম ছিল।
ছবিতে নিজের হাতে সৈকত সাফাইয়ের কাজ করতে দেখা যাচ্ছে।
চলতি মাসের শুরুতে অনুষ্কাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের স্বচ্ছতাই সেবা-অভিযানে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই অভিযানে তাঁকে সামিল করার জন্য অনুষ্কা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ছবির সঙ্গে মহাত্মা গাঁধীর উদ্ধৃতি উল্লেখ করে অনুষ্কা লিখেছেন, সামান্য কাজ করার গুরুত্ব ঝুড়ি ঝুড়ি বক্তৃতার থেকে অনেক বেশি।
সমুদ্র সৈকত সাফাইয়ে এই ছবি অনুষ্টা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ছবিতে তাঁকে মুম্বইয়েক ভারসোভা সমুদ্র সৈকত পরিষ্কার করতে দেখা যাচ্ছে।
স্বচ্ছ ভারত অভিযানের অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত হয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এরপর এদিন সমুদ্র সৈকত সাফাইয়ের মাধ্যমে এই অভিযানের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিলেন তিনি।