মুম্বই: হিসেব বহির্ভূত কর চাপানো হচ্ছে, বোম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সেলস ট্যাক্সের ডেপুটি কমিশনারের পাস করা ২টো অর্ডারকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন অনুষ্কা। তাঁর দাবি, যে পরিমাণ কর চাওয়া হচ্ছে, একজন শিল্পীর কাছে তা চাওয়া যেতে পারে না।                                                                                                               


২০১২-১৩ এবং ২০১৩-১৪, এই দু বছরের দুটি অর্ডারকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন অনুষ্কা। বিচারকদ্বয় নীতিন জামদার ও অভয় আহুজা আজ সেলস ট্যাক্স বিভাগকে অভিনেত্রীর আপিলের পরিপ্রেক্ষিতে উত্তর দিতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির ৬ তারিখ।                                                                                                                             


সেলস ট্যাক্স বিভাগের দুটি অর্ডারকে বাতিল করার আর্জি জানিয়েছেন অনুষ্কা। তাঁর দাবি, তিনি একজন শিল্পী ও সেটা মনে রেখেই তাঁর জন্য করের অঙ্ক বরাদ্দ হওয়া উচিত। তিনি যে সমস্ত অ্যাওয়ার্ড ও ফিল্ম-শো তে পারফর্ম করেন, তার সমস্তই তৃতীয় সংস্থার চুক্তিভিত্তিক। অনুষ্কা জানান, শুধুমাত্র একজন শিল্পী হিসেবে নয়, অনুষ্কার ওপর কর চাপানো হয়েছে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি করার জন্য ও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্যও।


আরও পড়ুন: Swara Bhaskar On Pathan: রাজনীতিবিদরা নিজেদের কাজে মন দিন, অভিনেত্রীদের পোশাকের দিকে নয়: স্বরা ভাস্কর


অনুষ্কা জানিয়েছেন, ২০১২-১৩ সালে তাঁর কাছে ১.০২ কোটির কর চাওয়া হয়। এর ঠিক পরের বছরই করের মাত্রা বেড়ে হয় ১.০৬ কোটি। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ৪টি পিটিশন ফাইল করেছিলেন অনুষ্কা। একপরে ২০২২ এর ডিসেম্বরের শেষ সপ্তাহে নতুন করে একটি পিটিশন ফাইল করেন অভিনেত্রী। তাঁর দাবি, তাঁকে একজন শিল্পী হিসেবে গণ্য করেই তাঁর ওপর কর চাপানো হোক।                                                                                                                                                                                 


অনুষ্কা জানিয়েছেন, একজন শিল্পী যখন একটা ছবিতে অভিনয় করেন, তখন তাকে সেই ছবির প্রযোজক বলা চলে না বা তিনি কপিরাইট থেকে টাকাও রোজগার করতে পারেন না। 'পারফরমার্স রাইট' নিয়ে প্রশ্ন তুলেছেন অনুষ্কা। বিরাট পত্নীর এই আর্জি ফের আদালতে উঠবে আগামী মাসে।