শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Coochbehar) পানিশালায় প্রাথমিক স্কুলে যুব তৃণমূলের  (TMC)  বৈঠক চলাকালীন চলল বোমাবাজি। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমার সুতলি। ১২ জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। বোমাবাজির নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র, অভিযোগ করেছে তৃণমূল। নিজেদের অন্দরের কোন্দল চাপা দিতেই মিথ্যা অভিযোগ শাসক দলের, পাল্টা দাবি করেছে বিজেপি।


বৈঠক চলাকালীন চলল বোমাবাজি: এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বোমার সুতলি, ভেঙে পড়ে রয়েছে স্কুলের জানলার একটি পাল্লা। একে স্কুলের মধ্যে রাজনৈতিক বৈঠক, তার উপর আবার বৈঠক চলাকালীন বাইরে বোমাবাজি। সবমিলিয়ে কোচবিহারের পানিশালায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে হুলস্থূল কাণ্ড। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ, ওই প্রাথমিক স্কুলে বৈঠক করছিলেন এলাকার কয়েকজন যুব তৃণমূল নেতা ও কর্মী। তখনই কিছু দুষ্কৃতী স্কুলের বাইরে বোমাবাজি করে বলে অভিযোগ। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়ালে ভেস্তে যায় যুব তৃণমূলের বৈঠক।

পানিশালা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মানিক রহমান বলেন, "আমরা বৈঠক করছিলাম। সেইসময় দুষ্কৃতীদের বোমাবাজি করে। আমাদের বৈঠক ভেস্তে যায়।'' বোমাবাজির নেপথ্যে বিজেপির হাত, অভিযোগ তৃণমূলের। তৃণমূল ও যুব তৃণমূলের অন্তর্কলহে বোমাবাজি, দাবি বিজেপির। জেলার তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ বলেন, “আমাদের দলের কেউ জড়িত থাকলে খোঁজ নিয়ে দেখা হবে। জানি না কারা করছে। তবে আমার মনে হচ্ছে এটা বিজেপির চক্রান্ত।’’ জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, “পুলিশ ভাল করেই জানে কে বোমা মেরেছে। গোটাটাই তৃণমূলের গোষ্ঠীকোন্দল। প্রকাশ্যে আসায় বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে।’’ ঘটনার তদন্তে নেমে বোমাবাজিতে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে বোমাবাজি, খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা।


চলতি মাসেই বল ভেবে খেলতে গিয়ে কোচবিহারের মাথাভাঙায় বোমা ফেটে জখম হয় ৯ বছরের বালক। গুরুতর জখম বালককে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, মাথাভাঙার কেদারহাট এলাকায় কালভার্টের নীচে বোমা রাখা ছিল। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৯ বছরের বালক আহত হয়। এলাকা ঘিরে রাখে মাথাভাঙা থানার পুলিশ। এর আগেও একাধিক জেলায় বোমা ফেটে শিশু মৃত্যু বা গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেছে। 


আরও পড়ুন: Gangasagar Mela 2023: গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়, পুণ্যস্নানের আগে নিরাপত্তার কড়াকড়ি