গতকাল এক মেমে শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় বরুণ ধবন লিখেছেন, ‘মেমের রানি, মমতা। হা হা হা’।
এরপরই ওই ট্যুইটকে কোট করেই অনুষ্কা লিখেছেন-‘দুরন্ত’।
কিছুদিন আগে সিনেমার পরিচালকও একটা ভিডিও শেয়ার করে লিখেছিলেন- ‘সামলাতে পারলাম না’।
ছবিতে অনুষ্কার মুখের ভাবপ্রকাশ নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লোকাল ট্রেন থেকে শুরু করে পরীক্ষার হল-বিমান সহ বিভিন্ন পরিস্থিতির সঙ্গে জুড়ে হাসিঠাট্টায় মেতেছেন।
‘সুই ধাগা’ একটি আত্মনির্ভরতার কাহিনী। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই সিনেমার পরিচালক শরত কটারিয়া। আগামী গাঁধী জয়ন্তীতে এই সিনেমা মুক্তি পাবে।