নয়াদিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা শর্মার ছবি নিয়ে জোর আলোচনা চলছে। আগামী সিনেমা ‘সুই ধাগা’-তে তাঁর লুক ভাইরাল হয়ে গিয়েছে। এই সিনেমায় অভিনেত্রী মমতার চরিত্রে অভিনয় করছেন। সিনেমার একটি ছবিতে শাড়ি পড়ে অনুষ্কাকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা গিয়েছে। সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফটোশপ করে বিভিন্ন মেমে ছড়িয়ে পড়েছে। বেশ কিছুদিন ধরেই এভাবে ফটোশপের মাধ্যমে অনুষ্কার ছবি নিয়ে হাসি-ঠাট্টা চলছে। এবার এব্যাপারে সিনেমার অভিনেতা বরুণ ধবন ও অনুষ্কার প্রতিক্রিয়া জানা গেল।



গতকাল এক মেমে শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় বরুণ ধবন লিখেছেন, ‘মেমের রানি, মমতা। হা হা হা’।




এরপরই ওই ট্যুইটকে কোট করেই অনুষ্কা লিখেছেন-‘দুরন্ত’।
কিছুদিন আগে সিনেমার পরিচালকও একটা ভিডিও শেয়ার করে লিখেছিলেন- ‘সামলাতে পারলাম না’।



ছবিতে অনুষ্কার মুখের ভাবপ্রকাশ নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লোকাল ট্রেন থেকে শুরু করে পরীক্ষার হল-বিমান সহ বিভিন্ন  পরিস্থিতির সঙ্গে জুড়ে হাসিঠাট্টায় মেতেছেন।



‘সুই ধাগা’ একটি আত্মনির্ভরতার কাহিনী। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই সিনেমার পরিচালক শরত কটারিয়া। আগামী গাঁধী জয়ন্তীতে এই সিনেমা মুক্তি পাবে।