মুম্বই: অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এখন ছুটি কাটাচ্ছেন। লাইট ,ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে অনেকটা দূরে স্বামীর সঙ্গে নিভৃতে সময় কাটাচ্ছেন অনুষ্কা। আর কোহলিও বর্তমানে বিশ্রাম নিয়েছেন। আজ কোহলি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে অনুষ্কার সঙ্গে রোমান্টিক মেজাজে দেখা গিয়েছে কোহলিকে।




কোহলি ভারতীয় দলের চলতি নিউজিল্যান্ড সিরিজের প্রথম তিনটি একদিনের ম্যাচে খেলেছিলেন। এখন অনুষ্কার সঙ্গে ছুটিতে রয়েছেন তিনি।ভারত প্রথম তিনটি ম্যাচ জিতে ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে। যদিও চতুর্থ ম্যাচে ভারত হেরে গিয়েছে।

কিছুদিন আগে কোহলি  অনুষ্কার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। ওই ছবিতে তাঁদের একটা চার্টার্ড বিমান থেকে নামতে দেখা গিয়েছিল।