মুম্বই: মাত্র দুইদিন আগেই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এই তারকা দম্পতির কন্যাকে এক ঝলক দেখতে সাগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া মারফৎ তাঁদের কন্যাসন্তানের জন্মের খবর জানিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এখন বিরাট বা অনুষ্কা তাঁদের সন্তানের প্রথম ছবি খুব শীঘ্রই সামনে আনবেন বলে আশায় রয়েছেন তাঁরা।
মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন সদ্যোজাত সন্তানের মা অনুষ্কা (Anushka Sharma)। এরইমধ্যে বিরাট ও অনুষ্কা সমস্ত সংবাদমাধ্যম, বিশেষ করে ফটোগ্রাফারদের কাছে এক বিশেষ আর্জি জানিয়েছেন। এখন জেনে নেওয়া যাক, কী সেই আবেদন এবং এর কারণই বা কী।
মেয়ের জন্মের আগেই অন্তঃসত্ত্বা অনুষ্কার নানান ছবি ক্যামমেরায় বন্দি করেছিলেন আলোকচিত্রীরা। সেই আলোকচিত্রীদের কাছে বিশেষ আবেদনে বিরুষ্কা (Virushka) বলেছেন, এতগুলি বছর ধরে আমাদের এভাবে ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের জীবনের এই খুশির মুহূর্তে আপনাদের সবার সঙ্গে উদযাপন করত পেরে আমরা খুবই আনন্দিত। কিন্তু অভিভাবক হিসেবে আমি আপনাদের কাছে খুবই সাধারণ একটি আবেদন জানাতে চাই। আমরা আমাদের সন্তানে ব্যক্তিগত পরিসর সুরক্ষিত রাখতে চাই।এজন্য আপনাদের সাহায্য ও সহযোগিতার প্রার্থনা করছি।
বিরাট ও অনুষ্কা তাঁদের বিবৃতিতে আরও বলেছেন,আমাদের সংক্রান্ত বিষয়বস্তু যাতে আপনারা যাতে পারেন, তা আমরা সব সময়ই সুনিশ্চিত করে এসেছি। কিন্তু আমরা দুজন আপনাদের সবার কাছে আর্জি জানাচ্ছি যে, আপনারা আমাদের সন্তান সংক্রান্ত কোনও বিষয়বস্তু যেন না নেন (ছবি যেন না তোলেন)। আপনাদের সবাইকে ধন্যবাদ।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি অনুষ্কা ও বিরাটের সন্তানের জন্মের দিনই বিরাটের ভাই বিকাশের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবি ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছিল। তিনি বিরাট ও অনুষ্কাকে শুভেচ্ছা জানাতে গিয়ে এক সদ্যোজাতর পায়ের ছবি শেয়ার করেছিলেন। অনেকেই ধরে নিয়েছিলেন যে, ওটিই ছিল বিরুষ্কার সন্তানের প্রথম ঝলক। কিন্তু পরে বিকাশ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ব্যাখ্যা করে জানিয়েছিলেন যে, তা তাঁর ভাইঝির ছবি নয়। ইন্টারনেট থেকে নেওয়া একটি ছবি তিনি শেয়ার করেছিলেন মাত্র।
Anushka-Virat Appeal Paparazzi Community:সদ্যোজাত কন্যার ছবি তুলবেন না’, আলোকচিত্রীদের কাছে আর্জি বিরাট-অনুষ্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jan 2021 03:08 PM (IST)
মাত্র দুইদিন আগেই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এই তারকা দম্পতির কন্যাকে এক ঝলক দেখতে সাগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া মারফৎ তাঁদের কন্যাসন্তানের জন্মের খবর জানিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এখন বিরাট বা অনুষ্কা তাঁদের সন্তানের প্রথম ছবি খুব শীঘ্রই সামনে আনবেন বলে আশায় রয়েছেন তাঁরা।
Image: Anushka Sharma (@anushkasharma/Instagram)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -