বিরাট-অনুষ্কার ঘরে আসছে কন্যা সন্তান, দাবি জ্যোতিষীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jan 2021 02:02 PM (IST)
বিরাট আর অনুষ্কা ২০১৭-য় ইতালিতে বিয়ে করেন। ২০১৮-য় জিরো ছবির পর আর বড় পর্দায় দেখা যায়নি অনুষ্কাকে।
NEXT
PREV
মুম্বই: এ মাসেই বাবা মা হতে চলেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। প্রথম সন্তান জন্মের সাক্ষী থাকার জন্য অস্ট্রেলিয়া সিরিজ ছেড়ে দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট। যে কোনও দিন সুখবর আসতে পারে। কে আসতে চলেছে বিরাট-অনুষ্কার ঘরে, স্টেফি গ্রাফ না মাধুরী দীক্ষিত? দিয়েগো মারাদোনা না অমিতাভ বচ্চন? জবাব দিলেন এক জ্যোতিষী।
প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি দাবি করেছেন অনুষ্কা ও বিরাটের মেয়ে হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রের হিসেব অনুযায়ী, গ্রহ নক্ষত্রের অবস্থান এবং দম্পতির মুখের গঠন বিবেচনা করে বলা যায়, সম্ভবত তাঁরা কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন। নবজাতিকা তার বাবা মায়ের চোখের মণি হবে। বাবা মা দুজনেই এমন প্রতিভাধর, সেও অসামান্য গুণের অধিকারী হবে, তাতে সন্দেহ নেই।
বিরাট আর অনুষ্কা ২০১৭-য় ইতালিতে বিয়ে করেন। ২০১৮-য় জিরো ছবির পর আর বড় পর্দায় দেখা যায়নি অনুষ্কাকে। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে অনুষ্কার প্রযোজনায় পাতাল লোক ওয়েব সিরিজ এবং ওয়েব মুভি বুলবুল মুক্তি পায়। সেই সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন, বাড়িতে বসে তিনি নতুন চিত্রনাট্য পড়ছেন। তবে নতুন অতিথির আগমনের খবর ঘুণাক্ষরেও প্রকাশ করেননি কেউই।
শেষমেষ অগাস্টে লকডাউনের মধ্যে তাঁরা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, জানুয়ারিতে ঘরে নতুন সদস্য আসতে চলেছে। অবশ্য সে ছেলে না মেয়ে তা নিয়ে মাথা ঘামাতে মোটেই রাজি নন এই পাওয়ার কাপল। অনুষ্কা স্বামীর সঙ্গে নিয়মিত ওয়ার্ক আউট করছেন, হাঁটছেন, গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তিনি। গতকাল দুপুরে তাঁরা এক সঙ্গে খেতে গিয়েছিলেন, অল্পদিন আগে অনুষ্কা একটি ছবি পোস্ট করেন, তাতে দেখা যায়, বিরাটের সাহায্যে শীর্ষাসন করছেন তিনি। যে কোনও বাবা মায়ের মত সুস্থ সন্তানই তাঁদের একমাত্র কাম্য, সে ছেলে হল না মেয়ে, তা নিয়ে আর কেই বা মাথা ঘামায়!
মুম্বই: এ মাসেই বাবা মা হতে চলেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। প্রথম সন্তান জন্মের সাক্ষী থাকার জন্য অস্ট্রেলিয়া সিরিজ ছেড়ে দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট। যে কোনও দিন সুখবর আসতে পারে। কে আসতে চলেছে বিরাট-অনুষ্কার ঘরে, স্টেফি গ্রাফ না মাধুরী দীক্ষিত? দিয়েগো মারাদোনা না অমিতাভ বচ্চন? জবাব দিলেন এক জ্যোতিষী।
প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি দাবি করেছেন অনুষ্কা ও বিরাটের মেয়ে হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রের হিসেব অনুযায়ী, গ্রহ নক্ষত্রের অবস্থান এবং দম্পতির মুখের গঠন বিবেচনা করে বলা যায়, সম্ভবত তাঁরা কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন। নবজাতিকা তার বাবা মায়ের চোখের মণি হবে। বাবা মা দুজনেই এমন প্রতিভাধর, সেও অসামান্য গুণের অধিকারী হবে, তাতে সন্দেহ নেই।
বিরাট আর অনুষ্কা ২০১৭-য় ইতালিতে বিয়ে করেন। ২০১৮-য় জিরো ছবির পর আর বড় পর্দায় দেখা যায়নি অনুষ্কাকে। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে অনুষ্কার প্রযোজনায় পাতাল লোক ওয়েব সিরিজ এবং ওয়েব মুভি বুলবুল মুক্তি পায়। সেই সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন, বাড়িতে বসে তিনি নতুন চিত্রনাট্য পড়ছেন। তবে নতুন অতিথির আগমনের খবর ঘুণাক্ষরেও প্রকাশ করেননি কেউই।
শেষমেষ অগাস্টে লকডাউনের মধ্যে তাঁরা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, জানুয়ারিতে ঘরে নতুন সদস্য আসতে চলেছে। অবশ্য সে ছেলে না মেয়ে তা নিয়ে মাথা ঘামাতে মোটেই রাজি নন এই পাওয়ার কাপল। অনুষ্কা স্বামীর সঙ্গে নিয়মিত ওয়ার্ক আউট করছেন, হাঁটছেন, গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তিনি। গতকাল দুপুরে তাঁরা এক সঙ্গে খেতে গিয়েছিলেন, অল্পদিন আগে অনুষ্কা একটি ছবি পোস্ট করেন, তাতে দেখা যায়, বিরাটের সাহায্যে শীর্ষাসন করছেন তিনি। যে কোনও বাবা মায়ের মত সুস্থ সন্তানই তাঁদের একমাত্র কাম্য, সে ছেলে হল না মেয়ে, তা নিয়ে আর কেই বা মাথা ঘামায়!
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -