নয়াদিল্লি: বিতর্কে জড়ালেন পাঞ্জাবী গায়ক (Punjabi Singer) এ পি ঢিলোঁ (AP Dhillon)। 'কোচেলা ২০২৪'-এ (Coachella 2024) দুর্দান্ত পারফর্ম্যান্স পরিবেশন করেন তিনি। এবং সবকিছুই যখন খুব ঠিকঠাক স্বাভাবিক চলছিল, মঞ্চে দাঁড়িয়ে ঢিলোঁ এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে অত্যন্ত অখুশি নেট দুনিয়া। পারফর্ম্যান্স চলাকালীন হঠাৎই নিজের গিটার ভেঙে ফেলেন শিল্পী, এবং সেই ছবি ভিডিও ভাইরাল হয়েছে যা খুব ভালভাবে গ্রহণ করেনি নেটিজেনরা। এই পোস্টগুলি কমেন্ট বক্স ভরেছে সমালোচনায়। যে জিনিস তাঁকে মঞ্চ পর্যন্ত পৌঁছে দিয়েছে, তাকে সম্মান জানানো উচিত, দাবি নেটিজেনদের। 


মঞ্চে ভাঙলেন গিটার, বিতর্কে জড়ালেন এ পি ঢিলোঁ


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন গায়ক। সেখানে দেখা যাচ্ছে, একটি গানের শেষের অংশে গিটার বাজিয়ে তা হঠাৎই মঞ্চে ঠুকে ভেঙে মঞ্চ থেকে চলে গেলেন তিনি। ক্যাপশনে লেখেন, 'ব্রাউন মুন্ডে হ্যাভ লেফ্ট দ্য ডেজার্ট'। প্রসঙ্গত, 'ব্রাউন মুন্ডে' তাঁরই একটি গানের নাম। এমনকী কোচেলার অফিসিয়াল হ্যান্ডল থেকেও ঢিলোঁর গিটার ভাঙার ছবি শেয়ার করা হয়েছে। স্বাভাবিকভাবেই যা থেকে সমালোচনার সূত্রপাত হয়েছে ব্যাপক।                


 






এ পি ঢিলোঁর পোস্টে এক নেটিজেন লেখেন, 'যে জিনিস আপনাকে এই মঞ্চে এনেছে তাকে সম্মান করুন। এটা সম্পূর্ণভাবে আপনার ক্ষতি।' অপর একজন লেখেন, 'আর আপনার মনে হয় এটা করে খুব ভাল দেখাচ্ছে?' আরও একজন লেখেন, 'ভাই ইন্সট্রুমেন্টকে সম্মান করা উচিত।'


আরও পড়ুন: Top Entertainment News: ঋত্বিক, পাওলির নতুন সিরিজের ঝলক, টোটার নাচে মুগ্ধ নেটদুনিয়া, আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি


'ব্রাউন মুন্ডে' (Brown Munde), 'টক্সিক' (Toxic), 'ফেট' (Fate), 'ইনসেন' (Insane)-এর মতো একাধিক জনপ্রিয় গানের স্রষ্টা এ পি ঢিলোঁ। গত বছর তাঁর জীবনের ওপর তৈরি একটি তথ্যচিত্র, 'এ পি ঢিলোঁ: ফার্স্ট অফ এ কাইন্ড' মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইম ভিডিওয়।       


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।