কলকাতা: পঞ্জাবি গায়ক এবং র‍্যাপার এপি ধিলোঁ (AP Dhillon) বেশ জনপ্রিয়। তাঁর গানগুলি দর্শকদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়। ইতিমধ্যেই অনেকগুলি গান, বিভিন্ন জায়গায় গেয়ে ফেললেও, কখনও বলিউডের জন্য কোনও কাজ করেননি এপি ধিলোঁ। বলিউড নিয়ে তাঁর নাকি, তীব্র অনীহা। আর সদ্যই সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন এপি ধিলোঁ, তাঁর অভিযোগ, বলিউড নাকি শিল্পীদের শোষণ করে। সম্প্রতি, এপি ধিলোঁ একটি ইউটিউব চ্যানেলের একটি পডকাস্টে এসেছিলেন। যেখানে তিনি তাঁর কর্মজীবন নিয়ে কথা বলেন। এছাড়াও, আর সেখানেই তিনি বলিউডে কাজ না করা নিয়ে মুখ খুলেছেন। এপি সেখানে বলেছেন, 'আমি আমার লোকেদের নিয়ে চিন্তিত। এটা বলিউডের কথা নয়, আমার সম্প্রদায়ের জন্য একটা দৃষ্টান্ত স্থাপনের বিষয়। বলিউড নিজেদের সুবিধার জন্য গান এবং শিল্পীর শোষণ করে..'

Continues below advertisement

এই সাক্ষাৎকারে, এপি ধিলোঁ আরও বলেন, 'আমি বলিউডে একটি গান তৈরি করেছিলাম, কিন্তু বলিউডে সেই সময়ে যাঁদের সঙ্গে কাজ করছিলাম, সেই গানের অধিকার তাঁরা নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন। আমি আপত্তি জানিয়েছিলাম। বলেছিলাম, এই শর্ত পরিবর্তন না করতে আমার তাঁদের সঙ্গে কাজ করা সম্ভব নয়। আমি যদি যদি এই বিষয়টা মেনে নিই, তাহলে আমাদের জুনিয়রদেরও এটা মেনে নিতে হবে। আমি চাই না আমাদের জুনিয়রদের এইভাবে শোষণ করা হোক.. হ্যাঁ, যদি বলিউডের লোকেরা তাঁদের পদ্ধতি পরিবর্তন করে, তাহলে আমি বলিউডে তাদের সঙ্গে গান করব আর তাতে বেশ খুশিই হব।'

প্রসঙ্গত, এপি ধিলোঁর চলতি বছরে বেশ কিছু কাজ থাকতে চলেছে। গায়ক 'ওয়ান অফ ওয়ান' ইন্ডিয়া ট্যুর করবেন। তাঁর কনসার্টগুলি ৫ ডিসেম্বর আহমেদাবাদ, ৭ ডিসেম্বর দিল্লি, ১২ ডিসেম্বর লুধিয়ানা, ১৪ ডিসেম্বর পুনে, ১৯ ডিসেম্বর বেঙ্গালুরু, ২১ ডিসেম্বর কলকাতা, ২৬ ডিসেম্বর মুম্বাই এবং ২৮ ডিসেম্বর জয়পুরে অনুষ্ঠিত হবে। এর জন্য এপি ধিলোঁর অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এপি ধিলোঁ-র কনসার্টের জন্য। পঞ্জাবি গায়ক এবং র‍্যাপারের যথেষ্ট জনপ্রিয় সব গান রয়েছে। সেই সমস্ত গানই তিনি কনসার্টে গেয়ে বাজিমাৎ করবেন বলে আশা অনুরাগীদের। 

Continues below advertisement