কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। সময় পেলেই তৈরি করেন রিল ভিডিও। বিভিন্ন অনুষ্ঠান থেকে শ্যুটিং সেটের একাধিক মুহূর্তও ক্যামেরাবন্দি করে পোস্ট করেন। আর খুব ক্লান্ত হলে কী করেন অভিনেত্রী? সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন সেই কথাও।
অপরাজিত আঢ্যর সাম্প্রতিককালের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যাবে তিনি নাচতে কতটা ভালবাসেন। আবারও তেমনই একটা ভিডিও শেয়ার করলেন তিনি। আপাদমস্তক কালো পোশাকে নিজেকে ঢেকে 'পুকার' ছবির জনপ্রিয় গান 'কে সেরা সেরা'য় পা মেলালেন।
এই গানে পর্দার মাধুরী দীক্ষিতের নাচ তো আমাদের সকলেরই প্রায় মনে আছে। এবার রিল ভিডিওয় সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা অপরাজিতার। ক্যাপশনে লিখলেন 'যখন আমি ভীষণ ক্লান্ত থাকি'।
সত্যিই তো! যাঁরা নাচ ভালবাসেন, নাচ যাঁদের প্যাশন, তাঁদের জন্য ক্লান্তি দূর করার এর থেকে ভাল কীই বা উপায় থাকতে পারে। এর আগেও তিনি 'সামি সামি', 'ও অন্তাভা' গানে নাচ করেছেন, ভিডিও পোস্ট করেছেন।
আরও পড়ুন: PV Sindhu Update: কাঁচা বাদামের তালে নাচ অলিম্পিক্সে জোড়া পদকজয়ী সিন্ধুর, ভাইরাল ভিডিও
গত মাসের শেষের দিকে তাঁর জন্মদিন গেছে। এই প্রথমবার টেলিভিশনের সেটে কেক কাটলেন তিনি। নীল শাড়ি, খোলা চুল, জন্মদিনটা যেন আরও একটু বিশেষ হয়ে ওঠে অপরাজিতা আঢ্যের কাছে। রাতে পরিবারের সঙ্গে কেক কাটা, আর আবার ধারাবাহিকের সেটে এসেও কেক কাটেন।