কলকাতা: প্রিয়ঙ্কা চোপড়ার বলিউড ছাড়া নিয়ে এইমুহূর্তে সরগরম টিনসেল টাউন। এরইমধ্য়ে মুখও খুলেছেন পিগি চপস। তিনি জানিয়েছে, কীভাবে তাঁকে একঘরে করে দেওয়া হয়েছিল। আর এবার সুশান্ত সিং প্রসঙ্গে নিজের মতপ্রকাশ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অপূর্ব আসরানি।
সম্প্রতি তিনি জানান, বলিউড ইন্ডাস্ট্রিতে ক্রমাগত একঘরে করে দেওয়া হচ্ছিল সুশান্ত সিং রাজপুতকে। তাঁর বিরুদ্ধে অপপ্রচারও চালানো হচ্ছিল। এমনকি, সুশান্তের শেষ ছবি ১০০ কোটির ব্য়বসা করলেও এটিকে ফ্লপ হিসেবে দেখানো হয়েছে।
আরও পড়ুন...
বলিউডে কীভাবে কোনঠাসা করা হয়েছিল তাঁকে? মুখ খুললেন প্রিয়ঙ্কা
তিনি আরও জানিয়েছেন, এর আগেও প্রিয়ঙ্কা চোপড়ার নামেও অপপ্রচার চালানো হয়েছিল। জানানো হয়েছিল, তিনি মাত্র এক বছরে দুটি বড় হিট দিয়েছেন। বরফি এবং অগ্নিপথ। এমনকি এও বলা হয়েছিল যে কোনও প্রথমসারির নায়ক তাঁর সঙ্গে কাজ করতে চান না। ঠিক এই একই জিনিসই করা হয়েছিল সুশান্তে সঙ্গে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ই জুন ইহজগত ত্য়াগ করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্য়ু নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। মৃত্য়ুশোকে ভেঙে পড়েছিলেন আপামর অনুরাগীরা। সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় । সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে এখনও। কিছুদিন আগেই যে হাসপাতালে অভিনেতার ময়নাতদন্ত হয়েছিল, সেখানকার এক মর্গকর্মীর বিস্পোরক সাক্ষাৎকার সামনে আসে। তাঁর দাবি, অভিনেতা দেহ দেখে তাঁর আত্মহত্যা মনে হয়নি। বরং মনে হয়েছিল যে, তাঁকে খুন করা হয়েছে। কিছুদিন আগে, সুশান্ত মৃত্যু মামলায় (Sushant Singh Rajput Death Case) নতুন তথ্য সামনে এসেছিল। কুপার হাসপাতালের মর্গের এক কর্মী মুখ খুলেছিলেন সংবাদমাধ্যমের কাছে। তিনি দাবি করেছিলেন যে, তিনি অভিনেতা মৃতদেহ দেখেছিলেন। দেহ দেখে তাঁর মনে হয়নি যে, সুশান্ত আত্মহত্যা করেছেন বলে। বরং, দেহের আঘাত দেখে তাঁর মনে হয়েছে যে, খুন করা হয়েছে অভিনেতাকে। এই বক্তব্যে মুখ খুলেছিলেন সুশান্তের দিদি শ্বেতাও।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুশান্তের ছবির সঙ্গে একটি লেখা পোস্ট করেছিলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দিদি শ্বেতা সিংহ কীর্তি। নিচে লেখা ছিল, 'সুশান্ত সিংহ রাজপুত খুন হয়েছেন- বিস্ফোরক দাবি ময়নাতদন্ত করা কর্মীর'। সঙ্গে তিনি লিখেছিলেন, 'যদি এই তথ্য এক বর্ণও সত্যি থাকে, তাহলে সিবিআইয়ের কাছে আর্জি জানাবো যে, বিষয়টি খতিয়ে দেখতে। আমরা সবসময়ই বিশ্বাস করি যে, আপনারা সততার সঙ্গে তদন্ত করবেন। এবং আমাদের সত্যিটাই জানাবেন। আমাদের হৃদয়ে যন্ত্রণা হচ্ছে সত্যি ঘটনা জানার জন্য।' সঙ্গে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে সঠিক বিচার হোক, এমন কথাও লিখেছিলেন হ্যাশট্যাগে।