নয়াদিল্লি : ১৯ নভেম্বর ২৯ বছরের দাম্পত্যজীবনে বিচ্ছেদের ঘোষণা করেন এ আর রহমান। স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ দু'জনের সম্মতিক্রমে একটি আইনি ঘোষণা করেন। রহমান এবং তাঁর স্ত্রী দু'জনেই জানান যে, দীর্ঘদিনের সম্পর্কের তিক্ততাই এই বিচ্ছেদের মূল কারণ। সেই বন্দনা শাহ-ই এবার এবার উস্কে দিলেন এআর রহমান-সায়রা বানুর পুনর্মিলনের সম্ভাবনা।


সঙ্গীত জগতের নক্ষত্র এআর রহমান তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর তিন সন্তানের কাস্টডি-সহ বিভিন্ন প্রশ্ন ওঠে। সম্প্রতি এবিষয়ে ভিকি লালওয়ানির ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে আলোচনা করেন বন্দনা শাহ। সন্তানদের কাস্টডির কথা জানতে চাওয়া হলে বন্দনা বলেন, এনিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সন্তানদের কেউ কেউ প্রাপ্তবয়স্ক। কাজেই, তাঁরা কোথায় থাকতে চান সেবিষয়ে সিদ্ধান্ত নিতে স্বাধীন।


খোরপোষের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি বন্দনা। তবে, সায়রার পক্ষে নিয়ে বলেন, উনি মোটেও আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত নন। এর পাশাপাশি তিনি এআর ও সায়রার পুনর্মিলনের সম্ভাবনাও উড়িয়ে দেননি। ভালবাসা ও রোম্যান্স নিয়ে তিনি আশাবাদী। সেই জায়গা থেকে বন্দনা বলেন, উভয়ের যৌথ বিবৃতিতে তাঁরা বিচ্ছেদের যন্ত্রণার কথা বলেছেন, কিন্তু পুনর্মিলনের সম্ভাবনা উড়িয়ে দেননি।  বন্দনা বলেন, "আমি বলছি না যে, পুনর্মিলন সম্ভব নয়। আমি চিরন্তন আশাবাদী। আমি সবসময় ভালবাসা ও রোম্যান্স নিয়ে আশাবাদী। তাঁদের যৌথ বিবৃতিতে তা স্পষ্ট। সেখানে যন্ত্রণা ও বিচ্ছেদের কথা বলা আছে। দীর্ঘদিনের বিয়ে । এই সিদ্ধান্তের পর একাধিক বিষয় তাঁদের মাথায় আসতে চলেছে। কিন্তু, আমি কখনোই বলছি না যে, পুনর্মিলন সম্ভব নয়।"


সম্প্রতি বিবাহ বিচ্ছেদ ঘটেছে এ আর রহমান এবং সায়রা বানুর। দীর্ঘ ২৯ বছরের সম্পর্কে ইতি টানেন দু'জনেই। আর এই বিচ্ছেদকে ঘিরেই সারা দেশের সংবাদমাধ্যমে, সমাজমাধ্যমে চর্চার শীর্ষে এ আর রহমান। এরই মধ্যে বেশ কিছু সূত্রের মাধ্যমে তাঁর টিমের সদস্য বেস গিটারিস্ট মোহিনী দে-র সঙ্গে রহমানের প্রেমের জল্পনা উঠেছে তুঙ্গে। এই আলোচনা যে অত্যন্ত মানহানিকর তা জানিয়ে এই ধরনের খবর (AR Rahman Separation) ছড়ানো ব্যক্তিদের উদ্দেশ্যে সম্প্রতি আইনি নোটিস পাঠান এ আর রহমান। ২৩ নভেম্বর নিজের এক্স হ্যান্ডলে এই নোটিস জারি করেন তিনি।


প্রসঙ্গত, রহমান বিচ্ছেদ ঘোষণার পরেই বেস গিটারিস্ট মোহিনী দে-ও বিচ্ছেদ ঘোষণা করেন, তাঁর স্বামীর সঙ্গে।