কলকাতা: ফের জ্যেঠু হতে চলেছেন অভিনেতা সলমন খান (Salman Khan)? বাবা হতে চলেছেন আরবাজ খান (Arbaaz Khan)? বুধবার সকালে একটি ছবি প্রকাশ্যে আসার পরেই বলিউডে শুরু হয়েছে এই গুঞ্জন। ২০২৩ সালের ডিসেম্বরে প্রেমিকা শৌরা খানকে বিয়ে করেন আরবাজ। কিন্তু এবার কি পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বুধবার অভিনেতা তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাঁকে প্রসূতিতে বিভাহে দেখা গিয়েছে। আর সেখান থেকেই শুরু হয়ে গুঞ্জন। তবে কি মা হচ্ছেন শৌরা খান? সলমন খানের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য?
এদিন হাসপাতাল থেকে বেরনোর সময় ছবিশিকারীদের ক্যামেরা থেকে শৌরাকে আড়াল করার চেষ্টা করেন আরবাজ। শৌরার পরণে ছিল একটি ঢিলেঢালা পোশাক। বলিউডে অনেক সময়েই নায়িকাদের দেখা যায়, গর্ভাবস্থা ঢাকতে এই ধরণের পোশাক পরতে। এর আগেও, বোন অর্পিতা খানের বাড়িতে ঈদের পার্টিতে সারাক্ষণ আরবাজ আগলে ছিলেন শৌরাকে। তখনই শুরু হয়েছিল গুঞ্জন। আর হাসপাতালে শৌরা আর আরবাজকে দেখার পরে সেই সেই গুঞ্জন নতুন করে শুরু করেছে। তবে তাঁরা যে বাবা মা হতে চলেছেন এমন কথা সোশ্যাল মিডিয়ায় জানাননি আরবাজ ও শৌরা। এখনও পর্যন্ত তাঁরা এই বিষয়ে মুখ খোলেননি, কিছু জানাননি। তবে অনুরাগীদের প্রত্যাশা খুব তাড়াতাড়িই সুখবর দেবেন আরবাজ ও শৌরা।
বলিউডের অভিনেত্রী না হলেও, শৌরা যুক্ত গ্ল্যামার দুনিয়ার সঙ্গেই। শৌরা পেশায় মেকআপ আর্টিস্ট। অতি সম্প্রতিই ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর সামনে আসে। নিজেই সে কথা সংবাদমাধ্যনে জানান জর্জিয়া। বিয়ের মানসিকতা নিয়েই সম্পর্কে জড়ান আরবাজ এবং শৌরা। সেই মতোই বিয়ে করেছিলেন তিনি। অভিনয় জগতে যখন সদ্য সদ্য পা রেখেছেন, সেই সময়ই নয়ের দশকে মালাইকা আরোরা প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০০২ সালে জন্ম নেয় তাঁদের ছেলে আরহান। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যে ছেদ পড়ে ২০১৬ সালে। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদে পড়ে আইনি সিলমোহর।
বিয়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আরবাজ লিখেছিলেন, 'খুব ভালবাসার মানুষদের উপস্থিতিতে আমি ও আমার মানুষটা চিরকালের ভালবাসার সফর, একসঙ্গে দিনযাপন শুরু করলাম আজ থেকে। আজকের এই বিশেষ দিনে, আপনাদের সবার ভালবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করছি আমরা।’