কলকাতা: বিয়ে করেছিলেন সদ্যই, আর এবার কোলে এল সন্তান। বাবা হলেন অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। মা হলেন আরবাজের স্ত্রী শৌরা খান (Sshura Khan)। শৌরা যে সন্তানসম্ভবা, সোশ্যাল মিডিয়ায় সেই খবর চাপা ছিল না। যতবারই শৌরা প্রকাশ্যে এসেছেন, ততবারই তাঁকে দেখা গিয়েছে মাতৃত্বের জেল্লায় ভরপুর। অবশেষে আজ, হাসপাতালে ভর্তি হয়েছিলেন শৌরা খান। তখন থেকেই অনুরাগীরা প্রত্যাশা করছিলেন, শৌরা আর আরবাজের কোল আলো করে পুত্রসন্তান আসবে নাকি কন্যা?
অবশেষে অপেক্ষার অবসান। শৌরা আর আরবাজের কোল আলো করে এল কন্যাসন্তান। পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে শৌরা খানকে। এর আগেও, বাবা হয়েছেন আরবাজ। মালাইকা অরোরা (Malaika Arora)-র সঙ্গে তাঁর এক পুত্রসন্তান রয়েছে। মালাইকার সঙ্গে বিচ্ছেদ হলেও, আরবাজের সঙ্গে সন্তানের খুবই ভাল সম্পর্ক। আরবাজ পুত্র আরহান মায়ের সঙ্গে থাকলেও, বাবার বিয়ের পরেও খুব ভাল সম্পর্ক বজায় রেখেছেন বাবার সঙ্গে। এমনকি শৌরার যখন সাধের অনুষ্ঠান হয়েছিল, তখন সলমন খান ও অন্য়ান্য পরিবার পরিজনেদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন আরহান ও। বাবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রেখেই চলেছেন আরহান। আর এবার, আরবাজের জীবনে শুরু হল নতুন অধ্যায়। তাঁর ও শৌরার প্রথম কন্যাসন্তান এল পৃথিবীতে।
সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত আরবাজ ও শৌরা কন্যাসন্তান হওয়ার ঘোষণা না করলেও, খবর ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। প্রত্যেকেই ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। আশীর্বাদ জানিয়েছেন নবজাতককে।
শৌরা খান বলিউডের অভিনেত্রী না হলেও, তিনি যুক্ত গ্ল্যামার দুনিয়ার সঙ্গেই। শৌরা পেশায় মেকআপ আর্টিস্ট। অতি সম্প্রতিই ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর সামনে আসে। নিজেই সে কথা সংবাদমাধ্যনে জানান জর্জিয়া। বিয়ের মানসিকতা নিয়েই সম্পর্কে জড়ান আরবাজ এবং শৌরা। সেই মতোই বিয়ে করলেন তিনি। অভিনয় জগতে যখন সদ্য সদ্য পা রেখেছেন, সেই সময়ই নয়ের দশকে মালাইকা আরোরা প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০০২ সালে জন্ম নেয় তাঁদের ছেলে আরহান। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যে ছেদ পড়ে ২০১৬ সালে। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদে পড়ে আইনি সিলমোহর।
এর দীর্ঘদিন পরে, শৌরার সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। অবশেষে সেই সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়িতে। আর এখন, নতুন জীবন শুরু হল আরবাজের।