মুম্বই: বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। মনসুর আলি খান পতৌদি-শর্মিলা ঠাকুর থেকে আজকের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা- অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারদের প্রেম নতুন কিছু নয়। এবার ফের শোনা যাচ্ছে ফিসফাস, টিমে নতুন আসা এক ক্রিকেটার ও এক অভিনেত্রীর সম্পর্ক নিয়ে।
পরিণীতি চোপড়ার এক টুইটে জল্পনার সূত্রপাত। একটি বাইসাইকেলের ছবি পোস্ট করে পরিণীতি লেখেন, দ্য পারফেক্ট ট্রিপ উইথ দ্য মোস্ট অ্যামেজিং পার্টনার. লাভ ইজ ইন দ্য এয়ার!!!



এখনও পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু কোত্থেকে এসে এই টুইটের জবাব দেন ক্রিকেটার হার্দিক পাণ্ড্য। তিনি পরিণীতির টুইট কোট করে বলেন, ক্যান আই গেস? আই থিঙ্ক দিস ইজ আ সেকেন্ড বলিউড অ্যান্ড ক্রিকেট লিঙ্ক।



ব্যস, টুইটারে শুরু হয় জল্পনার ঝড়। তাহলে কি পরিণীতি-হার্দিক প্রেম করছেন?
এর মধ্যেই এসে পড়ে পরিণীতির দ্বিতীয় টুইট। তাতে আগুনে ঘৃতাহুতি হয়।



তবে একদিন পর একটি ভিডিও পোস্ট করেন পরিণীতি। তাতে তিনি বলেন, প্রেম ট্রেম কিছু নয়, তিনি একটি মোবাইল ফোনের বিজ্ঞাপন দিচ্ছিলেন!
দেখুন ভিডিওটি



কিন্তু বলিউড অ্যান্ড ক্রিকেট লিঙ্ক বলতে ঠিক কী বলতে চাইছিলেন হার্দিক? সেটাও নিশ্চয় জানা যাবে।