কলকাতা: সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এক পুতুল, 'লাবুবু ডল' (Labubu Doll)। ছোট্ট এই পুতুলের দাম নেহাৎ কম না হলেও, অনেকেই ঝুঁকেছেন এই 'লাবুবু ডল' কেনার দিকে। 'লাবুবু ডল' মূলত একটি ছোট্ট পুতুল যে ব্যাগের কি-চেন হিসেবে ব্যবহার করা যায়। ছোট্ট লাবুবু-র গোটা গায়ে লোম, মাথায় টুপি, দাঁতগুলি বেরিয়ে রয়েছে। মাথার ওপর রয়েছে খরগোশের মতো দুটো কান। আর কালো বা খয়েরি চোখে অবাক দৃষ্টি। লাবুবু-র তীক্ষ্ণ দাঁত থাকার কারণে হাসিটা একটু অদ্ভুত বটেই, কিন্তু আপাত দৃষ্টিতে পুতুলটিকে বেশ নিরীহ আর মজার দেখতে। তবে জানেন কি, অনেক জায়গার মতামত বলছে, লাবুবু যতটা নিরীহ দেখতে, ততটাও নিরীহ নয়! তাহলে?
একাধিক জায়গায় বলা হচ্ছে, লাবুবু পুতুলটির সঙ্গে যোগ রয়েছে আদিম দৈত্য পাজ়ুজ়ুর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, আদিম দৈত্য পাজ়ুজ়ুর পুতুলকে অনেকেই না বুঝে দিত বাড়ির ছোটদের সঙ্গে খেলা করার জন্য। কিন্তু সেই পুতুল ছিল দৈত্যের রূপ। বাড়িতে অশান্তি বয়ে আনত এই পুতুল। সমস্ত জিনিস নষ্ট করে দিত, এমনকি বস করে ফেলতে পারত বড়দের ও। বলা হচ্ছে, সেই আদিম দৈত্যের সঙ্গে নাকি যোগ রয়েছে 'লাবুবু'-র। সেই কারণেই এই পুতুল বড়দের, এমনকি ছোটোদের ও কিনে দেওয়া উচিত নয়। তবে এই ভাবনার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিছু মানুষ নিজেদের মতামত থেকেই এই ধরণের ভাবনার কথা বলছেন।
প্রসঙ্গত, সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, সবাই এখন মজেছেন এই লাবুবু ট্রেন্ডে। সদ্য উইম্বলডন দেখতে গিয়েছিলেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। সেখানে নজর কেড়েছিল তাঁর ব্যাগ। সবসময়েই বিশেষ বিশেষ ফ্যাশন দিয়ে অনুরাগীদের মুগ্ধ করেন উর্বশী। তবে এবার সবার নজর কেড়েছিল তাঁর ব্যাগ। উর্বশীর ব্যাগে ঝুলছিল একগুচ্ছ লাবুবু ডল। সবাই এই ব্যাগ দেখে অবাক হয়ে গিয়েছিল। কারণ ১টা লাবুবু ডল-এ দামই যথেষ্ট বেশি। আর উর্বশী সেখানে ব্যাগে ঝুলিয়েছিলেন একগুচ্ছ লাবুবু ডল।
এই সমস্ত আদিম দৈত্যর তত্ত্ব বাদ দিয়ে এখন লাবুবু ট্রেন্ডেই মজেছেন সাধারণ মানুষ।